মধু-কৈটভ

দুই দানব। অনন্ত নাগের ওপরে যোগনিদ্রায় শায়িত বিষ্ণুর নাভি-পদ্মে ব্রহ্মা যখন সবে উৎপন্ন হয়েছেন,তখন এই দুই দানবের উপস্থিতি ব্রহ্মাকে এত সন্ত্রস্ত করেছিল যে, ব্রহ্মা বিষ্ণুর যোগনিদ্রা ভঙ্গ করলেন। বিষ্ণু মধু-কৈটভকে স্বাগত জানাতে ওঁরা প্রীত হয়ে বিষ্ণুকে বর দিতে চাইলেন। বিষ্ণু বললেন যে, ওঁরা যেন বিষ্ণুর বধ্য হন। নিজেদের মৃত্যু অবধারিত জেনেও সত্যবদ্ধ মধু-কৈটভ বিষ্ণুকে তাঁর প্রার্থিত বর দিলেন। তারপর বিষ্ণুর কাছে বর চাইলেন যে, বিষ্ণু যেন ওঁদের পুত্র-জ্ঞান করেন। বিষ্ণু তাতে স্বীকৃত হয়ে সুদর্শন চক্র দিয়ে মধু-কৈটভের মস্তক কাটেন।

Post a comment

Leave a Comment

Your email address will not be published. Required fields are marked *