ভালো জায়গাটা কোথায়?
[গত শতাব্দীর সেরা মিথ সোভিয়েত ইউনিয়নের পতনের পর লেখা হল বইটি। এই বইতেই ছাপা হল ‘রূপম’, ‘ঘুষ’, ‘পলাশপুর’, ‘ময়ূরপঙ্খী’, ‘রামবাবু’, এ রকম আরও সব কবিতা। সোভিয়েতের পতন এবং গ্লোবালাইজ়েশনের উত্থান— এই দুয়ের মাঝখানে দাঁড়িয়ে এই বই বাঙালির সংকটকে আঙুল তুলে চিনিয়ে দিল।
উৎসর্গ মা-কে। আমেরিকা থেকে লেখা কবিতায় উঠে এলেন গরিব ঘরের মা। আমেরিকার ভুবনীকরণের মুখে দাঁড়িয়ে ঘুরে দাঁড়ানো লেখায় উঠে এল:
‘মা, তোমার কথা মনে পড়ছে, কৃষ্ণনগরের রাস্তা/ দু’বেলা দু’মুঠো খেতে দিতে পারনি, তোমার বুক ফেটে যেত।’
প্রথম প্রকাশ: ১৯৯৯। প্রচ্ছদ: কৃষ্ণেন্দু চাকী। মূল্য: ৮০ টাকা।]