ভালোবাসা
আজকের রাতে ওঠে নি তো চাঁদ
কুয়াশায় মুখ ঢেকেছে আঁধার রাত্রি
অতীত দিনের কবর খুঁড়িয়া খুঁড়িয়া
হানা দিল নাকি কল্পলোকের যাত্রী?
বেকার যুবক, ঘরে নেই তোর চাল
সমস্ত দিন উপোস চলছে নাকি?
চলুক- এই তো সারা দুনিয়ার হাল
আজকের রাতে ওসব কথায় কাজ কি?
সেদিনের রাত এমনি নিঝুম ছিল।
পুরানো একটা গল্প কি মনে পড়ে?
কালো দুটি চোখে ঘর বাঁধিবার আশা
ঘন চুম্বন তপ্ত অধর পরে।
হয়তো ছিল না অপরূপ তার রূপ
খঞ্জনসম অঞ্জন-আঁকা আঁখি
ছিল দুটি চোখে ঘর বাঁধবার আশা
তাতে কি দেখেছ কোনো বঞ্জনা ফাঁকি?
পুরানো স্মৃতির জাবর কেটে কি হবে?
রাতের আকাশ কালো কুয়াসায় ঢাকা।
হানা দিয়ে ফেরে নেকড়ের পাল
শিকারের লোভে লোভে
দূর দিগন্তে মৃত্যুর ছবি আঁকা।
নেশার রংটা ধুয়ে ফেল চোখ থেকে
ঘরে চাল নেই এইটি চরম সত্য।
আজকের দিনে বাঁচতেই যদি চাও
খুঁজে বার করো কেউটে সাপের গর্ত!
মোদ্দা কথাটা সোজা আজ জেনে নাও
উড়িও না আর রঙিন আশার ফানুস
দানবের সাথে বাঁচার লড়াই শুরু
তাই লড়াই-এর মাঠে নেমেছে জঙ্গী মানুষ।
এমন রাত্রি হয় তো আবার আসবে
আজ হতে আরও একশো বছর পরে
সেদিন হয় তো মানুষের ভালবাসা
পড়বে না ভেঙে উৎপীড়নের ঝড়ে।
[নবকল্লোল, কার্তিক ১৩৮৬]