ভালবাসার ভার
ভালবাসা মহানন্দে চেপেছে আমার ঘাড়ে
এত ন্যুজ,
কুঁজো,
আমি ভালবাসার ভারে–
ক্ষয় বাড়ে
শরীরের হাড়ে।
ইচ্ছে করে পালকের মত
উড়ি,
ঘুরি ফিরি
অনায়াসে ভাঙি কুড়িতলার সিঁড়ি
ছিঁড়ি
সুতো জড়িয়েছি জীবনে যত।
ভালবাসার ভার
ভালবাসা মহানন্দে চেপেছে আমার ঘাড়ে
এত ন্যুজ,
কুঁজো,
আমি ভালবাসার ভারে–
ক্ষয় বাড়ে
শরীরের হাড়ে।
ইচ্ছে করে পালকের মত
উড়ি,
ঘুরি ফিরি
অনায়াসে ভাঙি কুড়িতলার সিঁড়ি
ছিঁড়ি
সুতো জড়িয়েছি জীবনে যত।