ভর্ৎসনা

মিথ্যা আমায় কেন শরম দিলে 
            চোখের চাওয়া নীরব তিরস্কারে ! 
আমি তোমার পাড়ার প্রান্ত দিয়ে 
            চলেছিলেম আপন গৃহদ্বারে — 
যেথা আমার বাঁধা ঘাটের কাছে 
দুটি চাঁপায় ছায়া করে আছে , 
জামের শাখা ফলে - আঁধার - করা 
            স্বচ্ছগভীর পদ্মদিঘির ধারে । 
তুমি আমায় কেন শরম দিলে 
       চোখের চাওয়া নীরব তিরস্কারে ! 
  
আজ তো আমি মাটির পানে চেয়ে 
            দীনবেশে যাই নি তোমার ঘরে । 
অতিথ হয়ে দিই নি দ্বারে সাড়া , 
            ভিক্ষাপাত্র নিই নি কাতর - করে । 
আমি আমার পথে যেতে যেতে 
তোমার ঘরের দ্বারের বাহিরেতে 
ঘনশ্যামল তমাল - তরুমূলে 
দাঁড়িয়েছি এই দণ্ড - দুয়ের তরে । 
নতশিরে দুখানি হাত জুড়ি                   
            দীনবেশে যাই নি তোমার ঘরে । 
  
আমি তোমার ফুল্ল পুষ্পবনে 
            তুলি নাই তো যূথীর একটি দল । 
আমি তোমার ফলের শাখা হতে 
             ক্ষুধাভরে ছিঁড়ি নাই তো ফল । 
আছি শুধু পথের প্রান্তদেশে 
দাঁড়ায় যেথা সকল পান্থ এসে , 
নিয়েছি এই শুধু গাছের ছায়া— 
            পেয়েছি এই তরুণ তৃণতল । 
আমি তোমার ফুল্ল পুষ্পবনে 
            তুলি নাই তো যূথীর একটি দল । 
  
শ্রান্ত বটে আছে চরণ মম , 
            পথের পঙ্ক লেগেছে দুই পায় । 
আষাঢ় - মেঘে হঠাৎ এল ধারা 
            আকাশ - ভাঙা বিপুল বরষায় । 
ঝোড়ো হাওয়ার এলোমেলো তালে 
উঠল নৃত্য বাঁশের ডালে ডালে , 
ছুটল বেগে ঘন মেঘের শ্রেণী 
            ভগ্নরণে ছিন্নকেতুর প্রায় । 
শ্রান্ত বটে আছে চরণ মম , 
            পথের পঙ্ক লেগেছে দুই পায় । 
  
কেমন করে জানব মনে আমি 
            কী যে আমায় ভাবলে মনে মনে । 
কাহার লাগি একলা ছিলে বসে 
            মুক্তকেশে আপন বাতায়নে । 
তড়িৎশিখা ক্ষণিক দীপ্তালোকে               
হানতেছিল চমক তোমার চোখে , 
জানত কে বা দেখতে পাবে তুমি 
            আছি আমি কোথায় যে কোন্‌ কোণে । 
কেমন করে জানব মনে আমি 
            আমায় কী যে ভাবলে মনে মনে । 
  
বুঝি গো দিন ফুরিয়ে গেল আজি , 
            এখনো মেঘ আছে আকাশ ভরে । 
থেমে এল বাতাস বেণুবনে , 
            মাঠের ‘পরে বৃষ্টি এল ধরে । 
তোমার ছায়া দিলেম তবে ছাড়ি , 
লও গো তোমার ভূমি - আসন কাড়ি , 
সন্ধ্যা হল— দুয়ার করো রোধ , 
            যাব আমি আপন পথ -' পরে । 
বুঝি গো দিন ফুরিয়ে গেল আজি , 
            এখনো মেঘ আছে আকাশ ভরে । 
  
মিথ্যা আমায় কেন শরম দিলে 
            চোখের চাওয়া নীরব তিরস্কারে ! 
আছে আমার নতুন - ছাওয়া ঘর 
            পাড়ার পরে পদ্মদিঘির ধারে । 
কুটিরতলে দিবস হলে গত 
জ্বলে প্রদীপ ধ্রুবতারার মতো , 
আমি কারো চাই নে কোনো দান 
            কাঙালবেশে কোনো ঘরের দ্বারে । 
মিথ্যা আমায় কেন শরম দিলে 
            চোখের চাওয়া নীরব তিরস্কারে ! 
Post a comment

Leave a Comment

Your email address will not be published. Required fields are marked *