ভগীরথ

ইক্ষ্বাকুবংশীয় রাজা। দিলীপের পুত্র, অংশুমানের পৌত্র, রাজা সগরের প্রপৌত্র। হিমালয়ে গিয়ে ভগীরথ বহু বছর ধরে গঙ্গাদেবীর আরাধনা করেছিলেন। গঙ্গা দেখা দিলে তিনি তাঁর কাছে প্রার্থনা করেন যে, ওঁর পূর্বপুরুষ ষাট হাজার সগরপুত্রের ভস্মাবশেষকে জলসিক্ত করতে – সেক্ষেত্রে সগরপুত্ররা স্বর্গে যেতে পারবেন। গঙ্গা রাজি হলেন, কিন্তু বললেন, তিনি যখন ধরায় নেমে আসবেন, তখন মহাদেব যেন ওঁকে মস্তকে ধারণ করেন। ভগীরথ তখন কৈলাস পর্বতে গিয়ে মহাদেবের আরাধনা করে তাঁর সন্মতি নিলেন। হিমালয়কন্যা গঙ্গা তখন মহাদেবের ললাটে পতিত হয়ে নিজেকে ত্রিধা বিভক্ত করে প্রবাহিত হলেন। ভগীরথের পথ নির্দেশে সমুদ্রে পতিত হয়ে তিনি সগরপুত্রদের জলসিক্ত করলেন। গঙ্গার জলরাশিতে সমুদ্র আবার পূর্ণ হল। ভগীরথের গঙ্গা আনয়নের কথা লোমশমুনির কাছে পাণ্ডবদের শুনেছিলেন।

Leave a Comment

Your email address will not be published. Required fields are marked *