পরিশিষ্ট

ব্যোমকেশের কথা

ব্যোমকেশের কথা

রচনাকাল অনুসারে ব্যোমকেশ সিরিজের প্রথম গল্প ‘পথের কাঁটা’ (৭ই আষাঢ় ১৩৩৯)। তারপর ‘সীমন্ত-হীরা’ (৩রা অগ্রহায়ণ ১৩৩৯)। ‘এই দু’টি গল্প লেখার পর’, শরদিন্দুবাবুর নিজের কথায়, ‘ব্যোমকেশকে নিয়ে একটি সিরিজ লেখার কথা মনে হয়। তখন ‘সত্যান্বেষী’ গল্পে (২৪শে মাঘ ১৩৩৯) ব্যোমকেশ চরিত্রটিকে এসট্যাবলিস করি। পাঠকদের সুবিধার জন্য অবশ্য ‘সত্যান্বেষী’কেই ব্যোমকেশের প্রথম গল্প বলে ধরা হয়।’ এজন্য ‘সত্যান্বেষী’ গল্পটিকে বর্তমান সঙ্কলনের প্রথমে দেওয়া হয়েছে। বাকি গল্পগুলি রচনাক্রম অনুসারে সন্নিবেশিত।

প্রথম তিনটি গল্প মাসিক বসুমতীতে প্রকাশের সঙ্গে সঙ্গে পাঠকদের দৃষ্টি আকর্ষণ করে।

১৩৩৯ সন থেকে ১৩৪৩ সন পর্যন্ত ব্যোমকেশকে নিয়ে দশটি গল্প লেখার পর দীর্ঘকাল শরদিন্দুবাবু সত্যান্বেষীর কথা ভাবেননি। পাঠকদের আর হয়তো ব্যোমকেশকে ভাল লাগবে না, এই ভেবে ব্যোমকেশকে তিনি গোয়েন্দাগিরি থেকে অব্যাহতি দেন। এর পর প্রায় পনের বছর কেটে গেছে। এই সময় তিনি বোম্বাই থেকে কলকাতায় আসেন। পরিমল গোস্বামীর বাড়ির ছেলেমেয়েরা তাঁর কাছে অভিযোগ করেন—কেন আপনি ব্যোমকেশকে নিয়ে আর লিখছেন না? একথা শুনে তাঁর মনে হয় এখনকার ছেলেমেয়েরা তাহলে ব্যোমকেশকে চায়। প্রধানত এই তরুণ পাঠকদের অনুরোধেই শরদিন্দবাবু আবার ডিটেকটিভ গল্পে হাত দেন; দীর্ঘ বিরতির পর ১৩৫৮ সনের ৮ই পৌষ ‘চিত্রচোর’ গল্পটি লেখেন। সেই থেকে জীবনের শেষ দিন পর্যন্ত ব্যোমকেশ ছিলেন তাঁর সঙ্গী। গল্প-উপন্যাস মিলিয়ে ব্যোমকেশ সিরিজে মোট ৩২টি কাহিনী তিনি রচনা করেছেন।

মৃত্যুর (২২ সেপ্টেম্বর ১৯৭০) মাস ছয়েক পূর্বে শরদিন্দুবাবু আর একটি ব্যোমকেশের গল্প লিখতে শুরু করেছিলেন। কাহিনীর নাম বিশুপাল বধ। এই কাহিনীটি অবশ্য তিনি সম্পূর্ণ করে যেতে পারেননি।

রচনা-সমাপ্তিকাল অনুসারে ব্যোমকেশ গল্প-কাহিনীর তালিকা মুদ্রিত হল; এই তারিখগুলি গ্রন্থকারের ডায়েরি থেকে নেওয়া হয়েছে।

১. পথের কাঁটা৭ আষাঢ়১৩৩৯
২. সীমন্ত-হীরা৩ অগ্রহায়ণ১৩৩৯
৩. সত্যান্বেষী২৪ মাঘ১৩৩৯
৪. মাকড়সার রস১৫ বৈশাখ১৩৪০
৫. অর্থমনর্থম্‌৬ অগ্রহায়ণ১৩৪০
৬. চোরাবালি১২ শ্রাবণ১৩৪১
৭. অগ্নিবাণ৫ বৈশাখ১৩৪২
৮. উপসংহার১২ অগ্রহায়ণ১৩৪২
৯. রক্তমুখী নীলা২৪ ভাদ্র১৩৪৩
১০. ব্যোমকেশ ও বরদা১৩ কার্তিক১৩৪৩
১১. চিত্রচোর৮ পৌষ১৩৫৮
১২. দুর্গরহস্য২০ জ্যৈষ্ঠ১৩৫৯
১৩. চিড়িয়াখানা২০ জুলাই১৯৫৩
১৪. আদিম রিপু৮ জানুয়ারি১৯৫৫
১৫. বহ্নি-পতঙ্গ১৫ ফেব্রুয়ারি১৯৫৬
১৬. রক্তের দাগ২৪ আষাঢ়১৩৬৩
১৭. মণিমন্ডন১৮ মাঘ১৩৬৫
১৮. অমৃতের মৃত্যু৬ জ্যৈষ্ঠ১৩৬৬
১৯. শৈলরহস্য২০ আষাঢ়১৩৬৬
২০. অচিন পাখি১৩ বৈশাখ১৩৬৭
২১. কহেন কবি কালিদাসবৈশাখ১৩৬৮
২২. অদৃশ্য ত্রিকোণ১ ভাদ্র১৩৬৮
২৩. খুঁজি খুঁজি নারি২১ ভাদ্র১৩৬৮
২৪. অদ্বিতীয়২ ফাল্গুন১৩৬৮
২৫. মগ্নমৈনাক২৮ ফেব্রুয়ারি১৯৬৩
২৬. দুষ্টচক্র১ জুলাই১৯৬৩
২৭. হেঁয়ালির ছন্দ২৩ জানুয়ারি১৯৬৪
২৮. রুম নম্বর দুই১৩ জুলাই১৯৬৪
২৯. ছলনার ছন্দ১৬ নভেম্বর১৯৬৫
৩০. শজারুর কাঁটা১৫ মার্চ১৯৬৭
৩১. বেণীসংহার১৫ মে১৯৬৮
৩২. লোহার বিস্কুট৫ মে১৯৬৯
৩৩. বিশুপাল বধজুলাই১৯৭০
Post a comment

Leave a Comment

Your email address will not be published. Required fields are marked *