ব্যোমকেশের কথা
রচনাকাল অনুসারে ব্যোমকেশ সিরিজের প্রথম গল্প ‘পথের কাঁটা’ (৭ই আষাঢ় ১৩৩৯)। তারপর ‘সীমন্ত-হীরা’ (৩রা অগ্রহায়ণ ১৩৩৯)। ‘এই দু’টি গল্প লেখার পর’, শরদিন্দুবাবুর নিজের কথায়, ‘ব্যোমকেশকে নিয়ে একটি সিরিজ লেখার কথা মনে হয়। তখন ‘সত্যান্বেষী’ গল্পে (২৪শে মাঘ ১৩৩৯) ব্যোমকেশ চরিত্রটিকে এসট্যাবলিস করি। পাঠকদের সুবিধার জন্য অবশ্য ‘সত্যান্বেষী’কেই ব্যোমকেশের প্রথম গল্প বলে ধরা হয়।’ এজন্য ‘সত্যান্বেষী’ গল্পটিকে বর্তমান সঙ্কলনের প্রথমে দেওয়া হয়েছে। বাকি গল্পগুলি রচনাক্রম অনুসারে সন্নিবেশিত।
প্রথম তিনটি গল্প মাসিক বসুমতীতে প্রকাশের সঙ্গে সঙ্গে পাঠকদের দৃষ্টি আকর্ষণ করে।
১৩৩৯ সন থেকে ১৩৪৩ সন পর্যন্ত ব্যোমকেশকে নিয়ে দশটি গল্প লেখার পর দীর্ঘকাল শরদিন্দুবাবু সত্যান্বেষীর কথা ভাবেননি। পাঠকদের আর হয়তো ব্যোমকেশকে ভাল লাগবে না, এই ভেবে ব্যোমকেশকে তিনি গোয়েন্দাগিরি থেকে অব্যাহতি দেন। এর পর প্রায় পনের বছর কেটে গেছে। এই সময় তিনি বোম্বাই থেকে কলকাতায় আসেন। পরিমল গোস্বামীর বাড়ির ছেলেমেয়েরা তাঁর কাছে অভিযোগ করেন—কেন আপনি ব্যোমকেশকে নিয়ে আর লিখছেন না? একথা শুনে তাঁর মনে হয় এখনকার ছেলেমেয়েরা তাহলে ব্যোমকেশকে চায়। প্রধানত এই তরুণ পাঠকদের অনুরোধেই শরদিন্দবাবু আবার ডিটেকটিভ গল্পে হাত দেন; দীর্ঘ বিরতির পর ১৩৫৮ সনের ৮ই পৌষ ‘চিত্রচোর’ গল্পটি লেখেন। সেই থেকে জীবনের শেষ দিন পর্যন্ত ব্যোমকেশ ছিলেন তাঁর সঙ্গী। গল্প-উপন্যাস মিলিয়ে ব্যোমকেশ সিরিজে মোট ৩২টি কাহিনী তিনি রচনা করেছেন।
মৃত্যুর (২২ সেপ্টেম্বর ১৯৭০) মাস ছয়েক পূর্বে শরদিন্দুবাবু আর একটি ব্যোমকেশের গল্প লিখতে শুরু করেছিলেন। কাহিনীর নাম বিশুপাল বধ। এই কাহিনীটি অবশ্য তিনি সম্পূর্ণ করে যেতে পারেননি।
রচনা-সমাপ্তিকাল অনুসারে ব্যোমকেশ গল্প-কাহিনীর তালিকা মুদ্রিত হল; এই তারিখগুলি গ্রন্থকারের ডায়েরি থেকে নেওয়া হয়েছে।
১. পথের কাঁটা | ৭ আষাঢ় | ১৩৩৯ |
২. সীমন্ত-হীরা | ৩ অগ্রহায়ণ | ১৩৩৯ |
৩. সত্যান্বেষী | ২৪ মাঘ | ১৩৩৯ |
৪. মাকড়সার রস | ১৫ বৈশাখ | ১৩৪০ |
৫. অর্থমনর্থম্ | ৬ অগ্রহায়ণ | ১৩৪০ |
৬. চোরাবালি | ১২ শ্রাবণ | ১৩৪১ |
৭. অগ্নিবাণ | ৫ বৈশাখ | ১৩৪২ |
৮. উপসংহার | ১২ অগ্রহায়ণ | ১৩৪২ |
৯. রক্তমুখী নীলা | ২৪ ভাদ্র | ১৩৪৩ |
১০. ব্যোমকেশ ও বরদা | ১৩ কার্তিক | ১৩৪৩ |
১১. চিত্রচোর | ৮ পৌষ | ১৩৫৮ |
১২. দুর্গরহস্য | ২০ জ্যৈষ্ঠ | ১৩৫৯ |
১৩. চিড়িয়াখানা | ২০ জুলাই | ১৯৫৩ |
১৪. আদিম রিপু | ৮ জানুয়ারি | ১৯৫৫ |
১৫. বহ্নি-পতঙ্গ | ১৫ ফেব্রুয়ারি | ১৯৫৬ |
১৬. রক্তের দাগ | ২৪ আষাঢ় | ১৩৬৩ |
১৭. মণিমন্ডন | ১৮ মাঘ | ১৩৬৫ |
১৮. অমৃতের মৃত্যু | ৬ জ্যৈষ্ঠ | ১৩৬৬ |
১৯. শৈলরহস্য | ২০ আষাঢ় | ১৩৬৬ |
২০. অচিন পাখি | ১৩ বৈশাখ | ১৩৬৭ |
২১. কহেন কবি কালিদাস | বৈশাখ | ১৩৬৮ |
২২. অদৃশ্য ত্রিকোণ | ১ ভাদ্র | ১৩৬৮ |
২৩. খুঁজি খুঁজি নারি | ২১ ভাদ্র | ১৩৬৮ |
২৪. অদ্বিতীয় | ২ ফাল্গুন | ১৩৬৮ |
২৫. মগ্নমৈনাক | ২৮ ফেব্রুয়ারি | ১৯৬৩ |
২৬. দুষ্টচক্র | ১ জুলাই | ১৯৬৩ |
২৭. হেঁয়ালির ছন্দ | ২৩ জানুয়ারি | ১৯৬৪ |
২৮. রুম নম্বর দুই | ১৩ জুলাই | ১৯৬৪ |
২৯. ছলনার ছন্দ | ১৬ নভেম্বর | ১৯৬৫ |
৩০. শজারুর কাঁটা | ১৫ মার্চ | ১৯৬৭ |
৩১. বেণীসংহার | ১৫ মে | ১৯৬৮ |
৩২. লোহার বিস্কুট | ৫ মে | ১৯৬৯ |
৩৩. বিশুপাল বধ | জুলাই | ১৯৭০ |