অসুরদের রাজা। ইনি শুক্রকে অসুরদের আচার্য হিসেবে বরণ করেন। শুক্রাচার্য মৃতসঞ্জিবনী মন্ত্র জানতেন বলে দেবতাদের সঙ্গে যুদ্ধে কোনও অসুরেরই মৃত্যু হত না। শুক্রাচার্য তাঁদের বাঁচিয়ে দিতেন। রাজা যযাতি বৃষপর্বার কন্যা শর্মিষ্ঠাকে বিবাহ করেন এবং ওঁদের পুত্র পুরু থেকে পুরুবংশের সূচনা হয়।