মনুপুত্র শর্যাতির বংশজাত বৎসের পুত্র। ওঁর অপর নাম হৈহয়। বীতহব্যের দশ পত্নীর গর্ভে এক শত অস্ত্রবিদ পুত্র জন্মেছিলেন। তাঁরা কাশীরাজ হর্যশ্ব ও তাঁর পুত্র সুদেবকে বধ করেন এবং সুদেবের পুত্র দিবোদাসকে পরাজিত করে তাঁকে পলায়ন করতে বাধ্য করেন। পরে দিবোদাসের পুত্র প্রতর্দনের আক্রমণে বীতহব্যের পুত্ররা সবাই নিহত হন। বীতহব্য প্রাণভয়ে পলায়ন করে মহর্ষি ভৃগুর কাছে আশ্রয় নেন। প্রতর্দন ওঁকে অনুসরণ করে ভৃগুর আশ্রমে গিয়ে বীতহব্যকে খোঁজ করলে, ভৃগু বীতহব্যের প্রতি কৃপা পরবশ হয়ে বলেন যে, আশ্রমে যাঁরা আছেন তাঁরা সবাই ব্রাহ্মণ। প্রতর্দন ভৃগুর ছলনা বুঝতে পারলেও ফিরে যান। এই ভাবেই বীতহব্যের ব্রাহ্মণত্ব লাভ হয়।