বিয়ে আর দিন পাঁচেক বাদে,
বলি ও মেয়ে তুমি পড়েছো ফাঁদে,
চারদিকের লোক জানে পড়েছিলে প্রেমে।
আসলে এ তোমার মরণ বরণ। গানগুলি যাবে থেমে!
জীবনের ছবিটি টাঙিয়ে রাখবে দেয়ালের কোনও ফ্রেমে !
নতুন জীবন! কে বলেছে নতুন?
এ তোমার মা দিদিমার চেখে দেখা নুন
নিজে তুমি খাওনি বলে খাবে।
যখন পস্তাবে
ফ্রেমের জীবন থেকে মুঠো মুঠো স্বপ্ন পেড়ে
মাঝরাত্তিরে বেহুঁশের মতো গোগ্রাসে খাবে।
দেখে গায়ের জোরে যে তোমার স্বপ্ন নেবে কেড়ে
সে তোমার স্বামী, যাকে ভালোবেসে ঝাঁপিয়ে পড়েছো খাদে,
যেহেতু সবাই পা দেয়, জেনে বুঝেই পা দিয়েছো ফাঁদে।