বিবিধ কবিতা
প্রকৃতি, পশুপাখি, ঋতু, শিশু, ইস্কুল, বিচিত্রচিন্তা।
সুকুমার রায়ের প্রথম প্রকাশিত রচনা ‘নদী’ কবিতাটি ‘মুকুল’ পত্রিকায় বেরিয়েছিল। তখন তাঁর বয়স আট বছর। পরের বছর নার্সারি রাইমে’র, অনুকরণে একটি ছড়া প্রকাশিত হয়। নদী দিয়ে ‘বিবিধ কবিতা’ অংশের সংকলন আরম্ভ হয়েছে আর ছড়াটি ছবি ও ছড়ার গুচ্ছের সঙ্গে গেছে।
এই কবিতাগুলির মধ্যে সুকুমার রায়ের কবিমানসের যে দিকটা প্রাধান্য পেয়েছে তাঁর সাহিত্যে সে দিকের পরিচয় প্রকট নয়। অন্যত্র কবি যেন কাব্যিকতাকে উপহাস করে গেছেন, কিন্তু এখানে সস্নেহ কৌতুক ও হাসিঠাট্টার সঙ্গে জগৎ-দেখা চোখে একটা ভাবালুতার আবেশ জড়িয়ে আছে।
ইস্কুলের সম্পর্কে কবির মনোভাব লক্ষণীয়। পথিবীতে অনেক প্রতিভার কাছেই বিদ্যালয়ের নিষ্প্রাণ কাঠাম বিরক্তিকর বোধ হয়েছে—সুকুমার রায় তার ব্যতিক্রম ছিলেন না।