বিদায়

বসন্ত সে যায় তো হেসে, যাবার কালে
     শেষ কুসুমের পরশ রাখে বনের ভালে।
               তেমনি তুমি যাবে জানি,
          ঝলক দেবে হাসিখানি,
অলক হতে কসবে অশোক নাচের তালে।

ভাসান-খেলার তরীখানি চলবে বেয়ে,
     একলা ঘাটে রইব চেয়ে।
          অস্তরবি তোমার পালে
               রঙিন রশ্মি যখন ঢালে
                    কালিমা রয় আমার রাতের
                         অন্তরালে।

Post a comment

Leave a Comment

Your email address will not be published. Required fields are marked *