ধৃতরাষ্ট্র গান্ধারীর শত পুত্রের এক পুত্র। স্বভাব-চরিত্রে উনি ছিলেন ওঁর সহোদর ভ্রাতা দুর্যোধন ও দুঃশাসনের বিপরীত। উনি ছিলেন ওঁর বৈমাত্রেয় ভাই যুযুৎসুর মত সত্যপ্রিয় এবং ভদ্র। দ্যূতক্রীড়ায় যুধিষ্ঠির দ্রৌপদীকে পণ রেখে পরাজিত হবার পর, দ্রৌপদীর লাঞ্ছনা সহ্য করতে না পরে তিনি শকুনি, দুর্যোধন, যুধিষ্ঠির সবাইকেই তিরস্কার করেছেন। কৌরবরা যখন দ্বিতীয়বার যুধিষ্ঠিরকে দ্যুতক্রীড়ারায় আহবানের পরিকল্পনা করছিলেন, তখনও তিনি তাঁদের বাধা দেবার চেষ্টা করেছেন। তবে কুরুক্ষেত্রের যুদ্ধে উনি যুযুৎসুর মত পাণ্ডবদের পক্ষে যোগ দেন নি। কৌরবদের হয়েই যুদ্ধ করেছিলেন এবং ভীমের হাতে উনি নিহত হন।