বাদামী রঙের কবিতা
কী হবে এখন যদি তুমি ফিরে আসো—
দিন সরে গেছে, আলো নিভেছে হঠাৎ।
চাদর শীতের রোদ, ছিলো বটে
রেস্তোরাঁর দিনে—
আজ তাকে মোহ মনে হয়।
কী হবে এখন যদি তুমি আলো জ্বালো—
আমি সব ভুলে গেছি
হয়তো তোমাকে আজ চিনতেই পারবো না।
বাদামী রঙের কবিতা
কী হবে এখন যদি তুমি ফিরে আসো—
দিন সরে গেছে, আলো নিভেছে হঠাৎ।
চাদর শীতের রোদ, ছিলো বটে
রেস্তোরাঁর দিনে—
আজ তাকে মোহ মনে হয়।
কী হবে এখন যদি তুমি আলো জ্বালো—
আমি সব ভুলে গেছি
হয়তো তোমাকে আজ চিনতেই পারবো না।