বাগবাজারের নিধুরাম বসুর পরিবারবর্গ
গৌড়ের পতনের পর মুক্তরাম বসুর ২১শ পুরুষ দেওয়ান নিধুরাম গৌড় ছেড়ে মীনাগড়ে বাস করতে চলে আসেন।
ইংরেজরা কলকাতায় উপনিবেশ স্থাপন করবার বহু পূর্বেই নিধুরাম বাগবাজার অঞ্চলে বাসস্থান স্থাপন করেন। এর ছয় পুত্রের প্রত্যেকেই ছিলেন নিষ্ঠাবান হিন্দু। তাঁরা দাতা হিসাবে খ্যাত ছিলেন। মধ্যম রামচরণের পৌত্র মোহনচাঁদ ছিলেন কবি এবং অপেশাদার সংগীত শিল্পী; হাফ্ আখড়াইয়ের গান লিখে খ্যাতি অর্জন করেন। তৃতীয় পুত্র শ্যামাচরণের পৌত্র গোপীকৃষ্ণ ছিলেন তাঁর কালের কলকাতার শ্রেষ্ঠ অপেশাদার চিত্রশিল্পী। গোপীকৃষ্ণের নাতি কালীকঙ্কর বর্তমান জেলার অজয় নদের তীরে আদর্শ কৃষিক্ষেত্র পরিচালনা করছেন।
এককালের ধনী এ পরিবারটির আর্থিক অবস্থা এখন বড় শোচনীয়।