চেদি দেশের পুরু বংশজাত রাজা। ইন্দ্র তাঁকে সখা গণ্য করে স্ফটিকময় বিমান, অম্লান পঙ্কজের বৈজয়ন্তী মালা এবং বংশনির্মিত যষ্ঠি দিয়েছিলেন। বিমানে চড়ে আকাশে বিচরণ করতেন বলে উপরিচর বসু নামেও উনি পরিচিত ছিলেন। কোলাহল পর্বত ও শুক্তিমতী নদীর কন্যা গিরিকা ছিলেন ওঁর মহিষী. ওঁর পুত্ররা হলেন: বৃহদ্রথ প্রত্যগ্রহ কুশাম্ব (বা মণিবাহন) মাবেল্ল এবং যদু। এছাড়া এক অপ্সরা (অদ্রিকা) যিনি শাপের ফলে মৎস্যরূপ নিয়েছিলেন, ঘটনাচক্রে কৃত্রিম ভাবে তাঁর গর্ভে বসুরাজের এক কন্যা সত্যবতী ও এক পুত্র (পরে মৎস্যরাজ হিসেবে পরিচিত) জন্মান। মহাভারত রচয়িতা মহর্ষি ব্যাসদেব (কৃষ্ণদ্বৈপায়ন) ছিলেন এই সত্যবতীর কানীন (কুমারী অবস্থায় জাত) পুত্র। পরে সত্যবতীর সঙ্গে কুরু বংশীয় রাজা শান্তনুর বিবাহ হয়। ধৃতরাষ্ট্র ও পাণ্ডু সত্যবতীর পৌত্র।