[কবি ওবায়েদ আকাশ স্নেহাষ্পদ]
এই নিবেদন, তাহার কাছে
যিনি আমায় করতো ঘৃণা
তিনি যেন ঘৃণা করেন
তিনি যেন সাঁঝের মায়ায়
নিজের গেহে পিদিম জ্বেলে
সেই পিদিমের
আলোর নিচে বসতে পারে
এই নিবেদন তাহার কাছে।
তিনি যেন অতীত ভুলে
শরৎ কালের সাত সকালে
শিউলিগুলো কুড়িয়ে এনে
আমার নামে একটি মালা
গাঁথে যেন
এই নিবেদন তাহার কাছে।
এই তো সেদিন
দিনের আলো ডোবার আগে
শরৎকালের ভোরের সকাল
এসেছিল আমার কাছে
চেয়েছিল জেনে নিতে
আর কেনোদিন ফিরবো নাকি তাহার কাছে
যিনি আমায় রেখে গেছেন
শিউলি তলায় শেষ বিকেলে।
ফিরবো নাকি তাহার কাছে?
তাহার কাছে ফিরবো নাকো আর কোনোদিন।
ভোরের সকাল।
এই নিবেদন তোমার কাছে।