বনলতা সেন

হাজার বছর ধরে আমি পথ হাঁটিতেছি পৃথিবীর পথে,
সিংহল সমুদ্র থেকে নিশীথের অন্ধকারে মালয় সাগরে
অনেক ঘুরেছি আমি; বিম্বিসার অশোকের ধূসর জগতে
সেখানে ছিলাম আমি; আরো দূর অন্ধকারে বিদর্ভ নগরে;
আমি ক্লান্ত প্রাণ এক, চারিদিকে জীবনের সমুদ্র সফেন,
আমারে দুদণ্ড শান্তি দিয়েছিলো নাটোরের বনলতা সেন।

চুল তার কবেকার অন্ধকার বিদিশার নিশা,
মুখ তার শ্রাবস্তীর কারুকার্য; অতিদূর সমুদ্রের ‘পর
হাল ভেঙে যে নাবিক হারায়েছে দিশা
সবুজ ঘাসের দেশ যখন সে চোখে দেখে দারুচিনি-দ্বীপের ভিতর,
তেমনি দেখেছি তারে অন্ধকারে; বলেছে সে , ‘এতোদিন কোথায় ছিলেন?’
পাখির নীড়ের মত চোখ তুলে নাটোরের বনলতা সেন।

সমস্ত দিনের শেষে শিশিরের শব্দের মতন
সন্ধ্যা আসে; ডানার রৌদ্রের গন্ধ মুছে ফেলে চিল;
পৃথিবীর সব রঙ নিভে গেলে পাণ্ডুলিপি করে আয়োজন
তখন গল্পের তরে জোনাকির রঙে ঝিলমিল;
সব পাখি ঘরে আসে — সব নদী ফুরায় এ-জীবনের সব লেনদেন;
থাকে শুধু অন্ধকার, মুখোমুখি বসিবার বনলতা সেন।

37 Comments
Collapse Comments

আপনার বাংলা সাহিত্য ভান্ডার দেখে ভাল লাগলো। আশা করি আরও আপলোড করতে পারবেন।

ভাললাগার কবিতা, ভালবাসার কবিতা, এসবের কারণে বাংলা সাহিত্যর ইতিহাস সমৃদ্ধশালী । একটা রবীন্দ্রনাথে যদি যদি পৃথিবীর সব অন্ধকার দূর হয়ে যায় তাহলে একটা জীবনানন্দ দাশ পৃথিবীর সবটুকু ভাললাগার পরশ দিতে পারে ।

তবে আপনি যদি CRITICISM দিতে পারতেন, তাহলে আরও রিচ হতো।

We need more themes and poetry of poet in this site to enrich our literature.

My home dis; Nator. Thank’s br. I want more & more bangla poems to U. Plz mail me.

this is one of the best poem of bangla literature

অসাধারন কবিতা।আমার প্রিয় কবিতা।

Mongil Ahmed.Kishorgonj. October 21, 2009 at 4:15 am

Very fine.Bonalata akty karap maay.Thokonkar somu nator onek karap chelo.Kobe Bonolata ka deky chelo sonda…and samny dek dakany dhake chelo pesony.Thy sha soler bornona korese.

asadharon. vabte abak lage, akjon atota govir vabe vabte pare! protiti sabder ato govir tatporjo, satti nice

আমার অনেক প্রিয় একটা কবিতা

this is very interesting for young so …..

Ami jokhon kobita pori tokhon amar mon fire jai harano joubone mon harie jai sritir gohine mone hoi jibonta jodi ekhanei theme jeto ……….

Kabitar pashe kabir nam ullekh thaka proyon chhilo.

“হৃদয়কে স্পর্শ করে”

shohrab hossain shobuj July 25, 2010 at 6:10 pm

joto bar ai kobita pori thik toto baroi notun mona hoi….ahhh

chul tar kobeker ondhokery bidiser nisha, oh its so butifull to me. thans jibonanodo.

jibonanodo dash are sokhol kobeta amear kacha balolaga.bonolota shan kobeta pothak line atoye balolaga ja ame bujaita parvona………………..

আমার অনেক প্রিয় একটা কবিতা

bonolata sen is my favorite.I like this type of poem very much.

Hope we will get more nice poem like bonalata sen this web site.

Thanks.
Rahat Hosaain

very nice poem i like it bonolota sen

আকাশলীনা April 28, 2012 at 2:04 pm

এই কবিতাটার কিছু শব্দ/লাইন মূল কবিতা থেকে আলাদা কেন? লেখার সময় কি চেক করেননি? ‘বনলতা সেন’ এর মতন একটা কবিতার একটা শব্দ এদিক ওদিক হলেই পুরো কবিতাটার স্রোত নষ্ট হয়ে যাবে। মূল কবিতাটি পাবেন এখানেঃ

http://bn.wikisource.org/wiki/বনলতা_সেন

i like jibnananda das.

i like jibnananda das

‍পাথর্ দাশ October 11, 2012 at 10:49 pm

সবার জী‍বনে বনলতার মত নারী যদি আসতো তাহলে হয়ত আমরা আর অনেক জীবনান্দকে পেতাম।
পুরুষের জীব‍নে নারীর অবদান থাকা উচিত।

মন ভিজিয়ে দেয়

it’s my favorite poem.

ei rokom baje kobita ami jibonkale monoschokhhe kokhono dorshon kori nai.jai hok kobitar sar bostu pate deoa jai na.jini likhechen tar bodhhoy kajkormo kichu chilo na,kandhe jodi shraboner hal porto taholei sposto hoye jeto.jini upload korechen takeo boli ei iholoke ki kobita ar kichu chilo na? anugroho kore ei rokom kobitar proti dristi nikhep koriben na,korile apnar nikot hoite tax nite badhyo hoibo,nomoskar.

রাসেল খান November 5, 2013 at 6:33 am

হ্যাঁ, সত্যি মন ভিজিয়ে দেয় । জীবনানন্দকে ভালবাসি । তাই সৃষ্টিকর্তার কাছে নিবেদন, বাংলার প্রতিটি ছেলের জীবনে যেন একজন করে বনলতা আসে ।

এটি আমার প্রিয় কবিতা

@phoenix teri maa ki chut…madarchod ..har bar jitni bar bolega utni baar teri maa ki chut..wah wha..kya baat..

উদয় বসু May 6, 2019 at 2:48 pm

কবিতাটি সত্যই অসাধারণ ; কাব্যেই মানায় ভাল,বড়জোর মনের মাঝ গোপনে,কিন্ত প্রকাশ্যে অবশ্য্ নয়।

আমার প্রিয় কবিতা।

i want more bangla poems in this web side

Thanking you to collect a few famous poems in your website.I request you to enlarge your collection.

এটা অনোবদ্ধ সৃষ্টি

অনেক ধন্যবাদ| খুব সুন্দর কালেকশন

Leave a Comment

Your email address will not be published. Required fields are marked *