বজ্র শব্দটাকে

বজ্র শব্দটাকে আমরা ঠিকমতো উচ্চারণ করতে ভুলে গেছি
আর বৃক্ষ শব্দটাকেও।
টাকা-পয়সা শব্দটার ভিতরে লুকনো আছে একটা ঝুমঝুমি
এবং উচ্চারণ করা খুব সহজ।
ঘরবাড়ি শব্দটা সোফায় হেলান দেওয়ার মতো আরামদায়ক
এবং উচ্চারণ করা খুব সহজ।
গাড়িঘোড়া শব্দটা যেন সমুদ্রতীরের হৈ হৈ হাওয়া
এবং উচ্চারণ করা খুব সহজ।
সাহিত্য সংস্কৃতি এইসব শব্দ বুট জুতোর মতো ভারি ছিল বলে
আমরা বানিয়ে নিয়েছি হালকা চপ্পল।
মুক্তি শব্দটা উচ্চারণ করতে গিয়ে
একবার আমাদের হাড়েমাসে ঢুকে পড়েছিল কনকনে শীত।
তাই সংগ্রাম শব্দের মতো তাকেও আমরা যৎপরোনাসি- এড়িয়ে চলি।
নানাবিধ ছোটলাট বড়লাটের পায়ে
কচুটাতার মতো অনবরত আছড়াতে আছড়াতে
বৃক্ষ শব্দটাকে আমরা ঠিকমতো উচ্চারণ করতে ভুলে গেছি
আর বজ্র শব্দটাকেও।

1 Comment
Collapse Comments

বালিকার প্রেমিক

আমি কারো প্রেমিক হতে পারব না,

যতই তুমি আলগা করো খোঁপার বাঁধন।

আমি কারো প্রেমিক হতে পারব না,

যতই তুমি আলগা করো বুকের আঁচল।

আমি কারো প্রেমিক হতে পারব না,

যতই তুমি আলগা করো অবৈধ ইঙ্গিত।

আমি কারো প্রেমিক হতে পারব না,

যতই তুমি আলগা করো ময়ুর নাচার মৌনতা।

আমি কারো প্রেমিক হতে পারব না,

যতই তুমি আলগা করো দেহ মনের জানালা।

আমি কারো প্রেমিক হতে পারব না,

যতই তুমি আলগা করো উরুদ্বয়ের গুরু সর্বনাশ।

আমি কারো প্রেমিক হতে পারব না,

যতই তুমি আলগা করো পদতলের আঁচল নিয়ে টানাটানি।

আমি কারো প্রেমিক হতে পারব না,

যতই তুমি আলগা করো খোলা মেলা শরীরের কারুকাজ।

আমি কারো প্রেমিক হতে পারব না,

যতই তুমি আলগা করো দীর্ঘশ্বাস বুকের নিঃশ্বাস।

আমি কারো প্রেমিক হতে পারব না,

যতই তুমি আলগা করো আলো ছায়ার আঁধার।

Leave a Comment

Your email address will not be published. Required fields are marked *