বসন্তদিনের সনে করিব কি তোমার তুলনা?
তুমি আরও কমনীয়,আরও স্নিগ্ধ,নম্র,সুকুমার :
কালবৈশাখীতে টুটে মাধবের বিকচ কল্পনা,
ঋতুরাজ ক্ষীণপ্রাণ,অপ্রতিষ্ঠ যৌবরাজ্য তার ;
আলোকের বিলোচন কখনও বা জ্বলে রুদ্র তাপে,
কখনও সন্নত বাষ্পে হিরণ্ময় অতিশয় ম্লান ;
প্রাকৃত বিকারে, কিংবা নিয়তির গূঢ় অভিশাপে,
অসংবৃত অধঃপাতে সুন্দরের অমোঘ প্রস্থান ।
তোমার মাধুরী কিন্তু কোনও কালে হবে না নিঃশেষ :
অজর ফাল্গুনী তুমি, অনবদ্য রূপের আশ্রয় ;
মানে না প্রগতি তব মরনের প্রগল্ভ নির্দেশ,
অমৃতের অধিকারী যেহেতু এ-পঙ্ক্তিকতিপয় ।
মানুষ নিঃশ্বাস নেবে, চোখ মেলে তাকাবে যাবৎ,
আমার কাব্যের সঙ্গে তুমি রবে জীবিত তাবৎ ।।
-উইলিয়ম্ শেক্স্পীয়র