প্রিয়ার রূপ

প্রিয়ার রূপ

অধর নিসপিস
নধর কিসমিস
  রাতুল তুলতুল কপোল;
ঝরল ফুল-কুল,
করল গুল ভুল
  বাতুল বুলবুল চপল।
  
নাসায় তিলফুল
হাসায় বিলকুল,
  নয়ান ছলছল উদাস,
দৃষ্টি চোর-চোর
মিষ্টি ঘোর-ঘোর,
  বয়ান ঢলঢল হুতাশ।
অলক দুলদুল
পলক ঢুল ঢুল,
  নোলক চুম খায় মুখেই,
সিঁদুর মুখটুক
হিঙুল টুকটুক,
  দোলক ঘুম যায় বুকেই।
  
ললাট ঝলমল
মলাট মলমল
  টিপটি টলটল সিঁথির,
ভুরুর কায় ক্ষীণ
শুরুর নাই চিন,
  দীপটি জ্বলজ্বল দিঠির।
  
চিবুক টোল খায়,
কী সুখ-দোল তায়
  হাসির ফাঁস দেয় – সাবাস।
মুখটি গোলগাল,
চুপটি বোলচাল
  বাঁশির শ্বাস দেয় আভাস।
  
আনার লাল লাল
দানার তার গাল,
  তিলের দাগ তায় ভোমর;
কপোল-কোল ছায়
চপল টোল, তায়
  নীলের রাগ ভায় চুমোর॥

কুমিল্লা
ফাল্গুন ১৩২৮

Post a comment

Leave a Comment

Your email address will not be published. Required fields are marked *