প্রদোষ

প্রদোষ : বিলীয়মান দূর বনরাজী;
কানে আসে কাকের কলহ ;
শৈলমূলে কুয়াশা ও একাধিক দীপ;
সর্বোপরি একমাত্র গ্রহ ;
চাষীরা ফসল মাড়ে ওই যে-খামারে,
থেমে গেছে ওখানে গুঞ্জন ।
প্রদোষ সখার সঙ্গে পরিচিত পথে
পুনরায় করি বিচরণ ।।

যারা মৃত, এক কালে প্রিয় ছিল যারা,
ভাবি সেই বন্ধুদের কথা :
মৃত আজ সে-সুন্দর বন্ধুরা,যদিও
ক্ষণস্থায়ী মৃত্যুর ক্ষমতা;
তাদের সুন্দর দৃষ্টি অশুচি ধূলায়,
একে একে, নিবে গেছে কবে ;
সুন্দরহৃদয় তারা প্রচুর প্রসাদ
এনেছিল আমার শৈশবে ।।

-জন্‌ মেস্‌ফীল্‌ড

Post a comment

Leave a Comment

Your email address will not be published. Required fields are marked *