প্রথম যৌক্তিক জন্ম নিল—
জন্মিতেই হবে বলে—নয়—
এইখানে পৃথিবীর পরিসর
পীন তুলটের ঘ্রাণ—উয়ে—কাটা ইতিহাসময়
এখন সংহতি তবু
কোনো রক্ত তারে ঘিরে নয়
চারিদিকে বাতাসের সমারোহময়
মাইক্রোফোন
থেকে উঠে এসে বলিবে সে: ‘হৃদয়ের বোন
দুরূহ গভীর নাভি—মধু—’
অন্তরের ওয়েসিস ডলে
বালুকাকণিকা ওঠে জ্বলে
ফণিমনসার ভিড়ে তৃণ
একদিন মানে পরাধীন
তা না হলে প্রেম শুধু জলের মতন
শৈশবে থাকিত চিরদিন—
আজ তবু দুরূহ গভীর নয় নাভি
যৌবন: তুষার আজ সাত নম্বরের স্তরে, শ্যাময়ের খুরে
জনতা: সমুদ্র আজ বিরাট গন্ধক রক্তস্রাবী
আজ শুধু যৌক্তিক—প্রাঞ্জল—প্রাথমিক
ঝিনুক মায়ের গর্ভ—যৌতুকের থেকে উঠে
প্রাক্তন জন্মের নৈসর্গিক
ঠোঁটের কিনারে সৌর দুগ্ধফেনা
সোনালি বৃশ্চিক যেন মানুর মুকুট
রোমশ চোখের নীচে ধীবরের
বিলোল হাতের পরে তার
সাম্রাজ্যের অস্পষ্ট বিপ্লব
কুমেররুর অনন্ত তুষার।