প্রতীজ্ঞা পালন

প্রতিজ্ঞা পালন

উৎসর্গ 

পরমপূজনীয় পিতৃদেব 
“কেদারনাথ দে মহাশয়ের 
শ্রীচরণকমলোদ্দেশে— 

বাবা! 

আপনি জন্মের মত এই হতভাগ্য সন্তানকে ছাড়িয়া গিয়াছেন। এই বৎসর আমার পক্ষে বড়ই দুর্বৎসর—২৪শে ভাদ্রে মা ইহলোক পরিত্যাগ করিলেন, তাহার পর ২৯শে আশ্বিন আপনিও সেই পথ অবলম্বন করিলেন, এই আঘাতের উপর আঘাত পাইয়া হৃদয় শতধা হইয়াছে। এ জ্বালাযন্ত্রণাময়, শোকতাপপূর্ণ সংসার ত্যাগ করিয়া আপনারা এখন স্বর্গাসীন। সেখান হইতেও যে দূর্ব্বলহৃদয়, শোককাতর সন্তানের প্রতি আপনাদের আশীর্ব্বাদ, করুণা ও স্নেহধারা অবিশ্রান্তভাবে বর্ষিত হইবে,তাহা নিশ্চিত। আজ বর্ষশেষে আপনাদের শ্রীচরণোদ্দেশে আমার এই “প্রতিজ্ঞা পালন” নামক অকিঞ্চিৎকর উপন্যাস গ্রন্থ ভক্ত সহকারে উৎসর্গ করিয়া ধন্য হইলাম। 

সেবক 
শ্রীপাঁচকড়ি দে 
সন ১৩১৩ সাল 
২৮শে চৈত্র 

Post a comment

Leave a Comment

Your email address will not be published. Required fields are marked *