পাণ্ডবরা যখন দ্বৈতবন ছিলেন তখন ব্যাসদেব এই বিদ্যা যুধিষ্ঠিরকে দিয়ে বলেছিলেন যে, এর প্রভাবে অর্জুন তাঁর কার্যসিদ্ধি করতে পারবেন। এই বিদ্যা দান করবার পর ব্যাসদেব যুধিষ্ঠিরকে উপদেশ দেন যে, এক বনে বেশি দিন বাস না করতে। সেই উপদেশ গ্রহণ করে পাণ্ডবরা দ্বৈতবন ত্যাগ করে কাম্যকবনে চলে যান। কাম্যকবনে অর্জুনকে প্রতিস্মৃতি মন্ত্র শিখিয়ে দিয়ে যুধিষ্ঠির ওঁকে বলেন, উত্তর দিকে গিয়ে দিব্যাস্ত্র লাভের জন্য ইন্দ্রের তপস্যা করতে।