প্রতিবহন
যে সব দুপুরগুলো হারিয়েছি __ যে সব বিকেলগুলো__
ফিরে পেতে চাই না আবার।
বিষন্নতা, তুমি আজ আমাকে ঘিরো না__
জেনো, আমি
একডজন মোমবাতি কিনে এনে
নতুন জীবন শুরু করে দেব আগামী সপ্তাহে__
নৌকোভর্তি আশাবাদ নিয়ে যাব পশ্চিমে বেড়াতে__
বিদঘুটে শুয়ার এক চেঁচায় পাশের জেলা থেকে
কখন চা খাব আমি কখন খাব না
কখন বৌয়ের সঙ্গে শোব আমি কখন শোব না
ইটে থ্যাতলানো ঘাস
কোন দেশের নিষ্ঠুরতা তুমি!
মুক্ত কবিতার জন্যে বসে আছি
স্বপ্ন বিস্তারের জন্যে বসে আছি
কী ভাবো আমাকে তুমি? কলের পুতুল?
বাঘের মুখের মধ্যে বসে আমি তিন খাতা চার খাতা
কবিতা লিখিনি?