প্রণয় নিবেদন
লো কিশোরী কুমারী! পিয়াসি মন তোমার ঠোঁটের একটি গোপন চুমারই॥ অফুট তোমার অধর ফুলে কাঁপন যখন নাচন তুলে একটু চাওয়ায় একটু ছুঁলে গো! তখন এ-মন যেমন কেমন-কেমন কোন্ তিয়াসে কোঙারি? – ওই শরম-নরম গরম ঠোঁটের অধীর মদির ছোঁয়ারই। বুকের আঁচল মুখের আঁচল বসন-শাসন টুটে ওই শঙ্কা-আকুল কী কী আশা ভালোবাসা ফুটে সই? নয়ন-পাতার শয়ন-ঘেঁসা ফুটচে যে ওই রঙিন নেশা ভাসা-ভাসা বেদনমেশা গো! ওই বেদন-বুকে যে সুখ চোঁয়ায় ভাগ দিয়ো তার কোঙারই! আমার কুমার হিয়া মুক্তি মাগে অধর ছোঁয়ায় তোমারই॥