ইন্দ্রের শত্রু অসুরগণ, যাঁরা ব্রহ্মার সৃষ্টি আকাশচারী হিরণ্যপুর নগরে থাকতেন। এঁদের মাতা পুলোমা (ইনি ভৃগু পত্নী নন) ও কালকা ব্রহ্মার কাছে বর পেয়েছিলেন যে, দেবতা,নাগ বা রাক্ষস – কেউই ওঁদের পুত্রদের বধ করতে পারবেন না। নিবাতকবচদের বধ করার পর দেবালোকে ফেরার পথে মাতালির উপদেশে অর্জুন এঁদের বিনষ্ট করেন।