ব্রহ্মার পুত্রবধূ, মহর্ষি ভৃগুর ভার্যা ও চ্যবনের মাতা। গর্ভবতী পুলোমাকে পুলোমা নামে এক রাক্ষস যখন হরণ করে নিয়ে যাচ্ছিল, তখন তাঁর শিশু চ্যবন গর্ভচ্যূত হন। তেজোময় সেই শিশুকে দেখে রাক্ষস ভষ্ম হয়ে যায়। পুলোমা দুঃখিত মনে অশ্রুপাত করতে করতে পুত্রকে নিয়ে যখন আশ্রমে ফিরছিলেন, তখন সেই অশ্রুধারা থেকে এক মহানদীর সৃষ্টি হয়, ব্রহ্মা যার নাম দেন বধূসরা।