পুরুষের কথা বলি
পুরুষের গল্প বলা চাট্টিখানি কথা নয়।
তারাই এ যুগের ঈশ্বর কি না!
ইঁদুরের লেজ ঝুলে থাকে পুরুষের দু’উরুর মাঝখানে…
তা নিয়েই কেশর ফুলিয়ে এদের বনফাটা গর্জন!
যেন লেজের তেজ ঝরাতে চমৎকার দক্ষ একেকজন।
লেজখানা মাঝে মাঝে খুঁসে ওঠে তা ঠিক,
ফুঁসে ওঠা লেজ বেড়ালের মুখের মত যৌনাঙ্গ
দেখে মুহূর্তে চুপসে যায়, পৌরুষ-ক্ষত থেকে
শাদা পুঁজ ঝরে পড়ে টুপটুপ,
খসে যায় বেলুন
(ওয়াক থুঃ!)
আহা… সঙ্গমের স ও যদি জানত পুরুষ!