রাজা যযাতি ও বৃষপর্ব-কন্যা শর্মিষ্ঠার পুত্র। যযাতি ওঁর অপর পত্নী দেবযানীর পিতা শুক্রাচার্যের নির্দেশ অমান্য করে গোপনে শর্মিষ্ঠাকে বিবাহ করেছিলেন বলে শুক্রাচার্যের অভিশাপে অকালে জরাগ্রস্থ হন। তবে শুক্র বলেছিলেন যে, যদি কেউ যযাতির জরা গ্রহণ করতে রাজি থাকেন, তাহলে যযাতি জরা-মুক্ত হতে পারবেন। পুরু পিতার সেই জরা নিয়েছিলেন বলে কনিষ্ঠ পুত্র হলেও যযাতি ওঁকেই রাজ্যভার দেন। ওঁর থেকেই পুরু বংশের সূচনা।