পাঞ্জেরি

রাত পোহাবার কত দেরি পাঞ্জেরি?
এখনো তোমার আসমান ভরা মেঘে?
সেতারা, হেলাল এখনো ওঠেনি জেগে?
তুমি মাস্তলে, আমি দাঁড় টানি ভুলে;
অসীম কুয়াশা জাগে শূন্যতা ঘেরি।
রাত পোহাবার কত দেরি পাঞ্জেরি?
দীঘল রাতের শ্রান্তসফর শেষে
কোন দরিয়ার কালো দিগন্তে আমরা পড়েছি এসে?
এ কী ঘন-সিয়া জিন্দেগানীর বা’ব
তোলে মর্সিয়া ব্যথিত দিলের তুফান-শ্রান্ত খা’ব
অস্ফুট হয়ে ক্রমে ডুবে যায় জীবনের জয়ভেরী।
তুমি মাস্তুলে, আমি দাঁড় টানি ভুলে;
সম্মুখে শুধু অসীম কুয়াশা হেরি।
রাত পোহাবার কত দেরি পাঞ্জেরি?
বন্দরে বসে যাত্রীরা দিন গোনে,
বুঝি মৌসুমী হাওয়ায় মোদের জাহাজের ধ্বনি শোনে,
বুঝি কুয়াশায়, জোছনা- মায়ায় জাহাজের পাল দেখে।
আহা, পেরেশান মুসাফির দল।
দরিয়া কিনারে জাগে তক্দিরে
নিরাশায় ছবি এঁকে!
পথহারা এই দরিয়া- সোঁতারা ঘুরে
চলেছি কোথায়? কোন সীমাহীন দূরে?
তুমি মাস্তুলে, আমি দাঁড় টানি ভুলে;
একাকী রাতের ম্লান জুলমাত হেরি!
রাত পোহাবার কত দেরি পাঞ্জেরি?
শুধু গাফলতে শুধু খেয়ালের ভুলে,
দরিয়া- অথই ভ্রান্তি- নিয়াছি ভুলে,
আমাদেরি ভুলে পানির কিনারে মুসাফির দল বসি
দেখেছে সভয়ে অস্ত গিয়াছে তাদের সেতারা, শশী;
মোদের খেলায় ধুলায় লুটায়ে পড়ি’
কেটেছে তাদের দুর্ভাগ্যের বিস্বাদ শর্বরী।
সওদাগরের দল মাঝে মোরা ওঠায়েছি আহাজারি,
ঘরে ঘরে ওঠে ক্রন্দনধ্বনি আওয়াজ শুনছি তারি।
ওকি বাতাসের হাহাকার,–ও কি
রোনাজারি ক্ষুধিতের!
ও কি দরিয়ার গর্জন,- ও কি বেদনা মজলুমের!
ও কি ধাতুর পাঁজরায় বাজে মৃত্যুর জয়ভেরী!
পাঞ্জেরি!
জাগো বন্দরে কৈফিয়তের তীব্র ভ্রুকুটি হেরি,
জাগো অগণন ক্ষুধিত মুখের নীরব ভ্রুকুটি হেরি;
দেখ চেয়ে দেখ সূর্য ওঠার কত দেরি, কত দেরি।।

1 Comment
Collapse Comments

পাঞ্জেরী – যে নৌ – কর্মচারী জাহাজের অগ্রভাগে বা মাস্তুলসংলগ্ন বাতি দিয়ে চারপাশ দেখে মাঝিকে পথনির্দেশ করে। জাহাজের অগ্রভাগে নিয়োজিত থাকে। এখানে প্রতীকী অর্থ – জাতির পতপ্রদর্শক
সেতারা – তারা, নক্ষত্র
হেলাল – চাঁদ
মাস্তুল – নৌকা, জাহাজের পাল লাগানোর দণ্ড
ঘন – সিয়া – নিবিড় কালো (অন্ধকার)
জিন্দেগানির বা’ব – জীবনের অধ্যায় বা পর্যায়
মর্সিয়া – শোকগীতি
খা’ব – স্বপ্ন, খোয়াব
হেরি – দেখি, প্রত্যক্ষ করি, অবলোকন করি
পেরেশান – উদ্বিগ্ন, চিন্তিত, কিংকর্তব্যবিমূঢ়, ক্লান্ত
মুসাফির – পথিক, সফরকারী, যাত্রী, পর্যটক
তকদির – ভাগ্য, অদৃষ্ট, কপাল, নসিব
জুলমাত – অন্ধকার
গাফলত – অবহেলা, ঔদাসীন্য, অমনোযোগিতা, ভুলচুক
শর্বরী – রাত্রি
আহাজারি – হাহাকার
রোনাজারি – কান্না, ক্রন্দন
মজলুম – অত্যাচারিত
কৈফিয়ত – জবাবদিহি
– sattacademy.com থেকে সংগৃহীত।

Leave a Comment

Your email address will not be published. Required fields are marked *