কবিতা, মানসী, তুই প্রাসাদের উপাসক জানি ।
কিন্তু বল, যখন প্রদোষকালে, হিমেল বাতাসে,
নির্বেদে, নীহারপুঞ্জে জানুয়ারিকালো হয়ে আসে-
নীলাভ চরণে তোর তাপ দিবি, আছে তো জ্বালানি ?
মর্মরে নিটোল তনু ; কিন্তু তার পুনরুজ্জীবন
হবে কি বাতায়নের রন্ধ্রে বেধা দীপের শিখায় ?
যেমন রসনা নি:স্ব, সেইমতো শূন্য পেটিকায়
ভরাবি, আকাশ ছেকে, নীলিমার উদার কাঞ্চন ?
না, তোকে যেতেই হবে, দিনশেষে অন্নজোটে যাতে,
মন্দিরে, দাসীর মতো, আরতির কাসর বাজাতে,
যে-মন্ত্রে বিশ্বাস নেই, মুখে তা-ই জপ করে যাবি,
কিংবা, উপবাসী তুই, পরে বিদূষকের বসন,
না-দেখা চোখের জলে ভিজিয়ে রঙ্গিন প্রহসন,
ইতর জনগণের তিক্ততায় আমোদ জোগাবি ।
অনন্য প্রকাশ বৈচিত্র্যে