পত্র-১১
১৫.০৯.৮৬
মোংলা
সকাল
কী যে নির্ভার লাগছে আজ। কেন জানি। প্রজাপতির ডানা মেলে ওড়ার মতো সুখ পাচ্ছি। প্রান খুলে কথা বলতে ইচ্ছে করছে। কিন্তু কার সাথে বলবো? একা একা গুনগুন কোরে গান গাইলাম কিছুক্ষন। গলা ছেড়ে গাইতে পারলাম না। চারদিকে অদৃশ্য এক দেয়াল আমাকে আটকে রাখলো। বিশ্ববিদ্যালয় লাইব্রেরীর ওই অঙ্গন ছাড়া আর কোথাও মুক্ত জায়গা পাইনি। সমাজে এক টুকরোও মুক্ত স্থান নেই, যেখানে সমস্ত কৃত্রিমতা, সমস্ত সৌজন্য, মুখোশ অনায়াসে খুলে ফ্যালা যায়। কতোদিন প্রান খুলে হাসি না! একটা জিনিশ এখন খুব পরিষ্কার কোরে বুঝি, অস্থিরতা কোনো স্থায়ী জিনিশ নয়। জীবন বিকাশের জন্যে প্রয়োজন স্থিরতা। বোসে থেকে বা গৃহপালিত হবার স্থিরতা নয়, জীবনের মূল লক্ষ্যে স্থিরতা, মূল যাত্রায় স্থির হয়ে থাকা।
আমি কি স্থির হতে পেরেছি? আমি কি অস্থির! তুমি?