পত্র-৮
০৪.১০.৮৪
মোংলা
বউ
ঢাকা থেকে আসার পরে একটানা ঝামেলা আর টেনশনের পর আজ একটু সুস্থির হয়েছি। কাজের মোটামুটি একটা অবস্থা হয়েছে। এখন বাকিটা দ্যাখা যাবে।
আমি এতোটুকুও ভালো নেই। ভালো থাকার মতো অবস্থায় তো তুমি আমাকে রাখোনি। দিন আর রাত যতক্ষন পারি নিজেকে কাজের মধ্যে আর চিন্তায় ডুবিয়ে রাখি। তোমাকে ভাবি না। ভাবলে কষ্ট হয়। মনে পড়লেই চিন্তার লাগাম টেনে ধরি।
তবু পারি কই! মন কাঁদে। স্বপ্ন কাঁদে। একাকি অনিদ্ৰায় চোখ ভিজে যায়। নিজেকে একেবারে নষ্ট কোরে ফেলতে ইচ্ছে হয়। ইচ্ছে হয় দূরে কোথাও চ’লে যাই, অন্য লোকালয়ে অন্য সভ্যতায়।
এগারো তারিখ আসবো। দ্যাখা হবে। তিনটার সময় ঢাকা আসার জন্যে তৈরি হয়ে প্রেসক্লাবে এসো।
আমি ভালো থাকতে চাই। চিরকাল তাই চেয়েছি। তুমি আমাকে ভালো রেখো।
তোমার
রোদ
০৯.১০ তারিখ ঢাকা আসছি।