একজন অপ্সরা। এঁর কাছে দেবর্ষি নারদ স্ত্রীজাতীর স্বভাব সম্পর্কে জানতে চেয়েছিলেন। উত্তরে পঞ্চচূড়া নারীদের চরিত্র সম্পর্কে নানান মন্তব্য করেছিলেন। যেমন, সুপুরুষ দেখলেই নারীদের ইন্দ্রিয়বিকার হয়, কুলস্ত্রীরাও স্বৈরিণীদের মত হতে চান, পুরুষের অভাবে নারীরা নিজেরাই পরস্পরের সাহায্যে কামনা পূরণ করেন, ইত্যাদি।