ন্যায়নিষ্ঠ ন্যাসনাশীর কাঁটা – নারায়ণ সান্যাল
রচনাকাল : প্রাকপূজা ’93
[ পূজাসংখ্যা ওভারল্যান্ড ’94-এ প্রকাশিত ]
পুস্তকাকারে প্রকাশ : বইমেলা ’94
গ্রন্থক্রমিক : 96
উৎসর্গ : বিউটি মজুমদার
প্রচ্ছদ : লেখক
কৈফিয়ৎ
এই কণ্টকাকীর্ণ কাহিনীটির ক্লাইম্যাক্স একটি গলফ্ -খেলার ময়দানে। এ খেলাটি আমি নিজে কখনও খেলিনি, নিয়মকানুনও জানি না। শুধু বই-পড়া বিদ্যায় যা শিখেছি তার মধ্যে কোনও ভুল হয়ে থাকলে গলফ্-বিশারদদের কাছে ক্ষমাপ্রার্থী।
বিশ্বাস করা কঠিন : প্রচ্ছদে যে ছবিটি আছে তা একজন ফটোগ্রাফারের তোলা আলোকচিত্র। তিনি ছবিটি তুলেছিলেন ত্রিশের দশকে : মানে প্রায় ষাট বছর আগে। ফটোগ্রাফারের নামটি জানা যায় না; কিন্তু এটি প্রকাশিত হয়েছিল হোম লাইব্রেরী ক্লাবের ‘ওয়ার্ল্ডস্ রেস্ট ফটোগ্রাফ’-গ্রন্থে — ১৯৩৯ সালে। একই ফিল্ম নেগেটিভে শিল্পী প্রতি সেকেন্ডের ত্রিশহাজার ভাগের একভাগ অন্তর ফটো তুলে একজন ওয়ার্ল্ড চ্যাম্পিয়ন গলফ্ খেলোয়াড়ের সমস্ত ক্রিয়াকাণ্ডটি ধরেছিলেন। স্টিক চালনার ছন্দটি তাই বিকচ কলাপ ময়ূরের মতো দেখাচ্ছে।
16.8.93