ন্যাড়া দশবার বেলতলা যায়
প্রথম টপকে গেলে নিষেধের বেড়া
বারবার টপকায়,
একবার কেন, বেলতলা দশবার যায় ন্যাড়া।
ন্যাড়ার মাথায় বেল তো বেল, আকাশ ভাঙুক ক্ষতি নেই!
যে পথে ইচ্ছে, অলিগলি ঘুরে সে পথেই যাবে
ন্যাড়া,
ন্যাড়া কি তোমার ভেড়া!
ন্যাড়ার ঘাড়ের দুটো রগ বড় ত্যাড়া।