নিত্য-সিঁদুর ব্রত
এই ব্রত চড়ক-সংক্রান্তিতে শুরু করে তেরোটি সংক্রান্তি করার পর বছর বৈশাখ-সংক্রান্তিতে উদযাপন করতে হয়।
চড়ক-সংক্রান্তির দিন এয়োর পা ধুইয়ে, চুল বেঁধে, পা ঘষে, সিঁদুর, আলতা দিয়ে দুটি গোটা সুপুরি আর পান এবং মিষ্টি দিয়ে প্রণাম করতে হবে।
চৈত্র-সংক্রান্তিতে একজন, বৈশাখে দুইজন, জ্যৈষ্ঠে তিনজন, এইভাবে চৈত্র অবধি তেরোজন এয়ো করতে হবে। তারপর বৈশাখের বিষ্ণুপদী সংক্রান্তিতে চৌদ্দজন এয়োকে একত্রিত করে ওইভাবে তাদের পা ধুইয়ে, চুল বেঁধে, আলতা, সিঁদুর, মাথাঘষা দিয়ে লাল পেড়ে শাড়ি পরিয়ে, নোয়া, রুলি, সিঁদুর চুপড়ি হাতে দিয়ে আলপনা দেওয়া পিঁড়িতে বসিয়ে মাছ, ভাত মিষ্টান্ন খাইয়ে ভোজন-দক্ষিণা দিতে হবে। অসমর্থ হলে যাকে দিয়ে ব্রত নেওয়া হয় তাকেই শুধু শাড়ি দিলে চলবে।
নিত্য-সিঁদুর ব্রত সমাপ্ত।