কারো হাতে বাঁশি নেই, নিজেকে বাজাও
নিজেই পাখির শিস, নিজেকে শোনাও,
কোনোখানে মেঘ নেই, নিজে মেঘ হও
পৃথিবী ফেরায় মুখ, নিজে কথা কও।
কোথায় বর্ষণ পাবে, নিজে হও জল
নিজেই অমৃত হও, সর্বত্র গরল;
সবখানে অন্ধকার, নিজে হও ভোর
কেউ নেই, নিজেই প্রেমিক নিজে তোর।
কে বলো গাইবে গান, নিজে গান গাও
কাকে পাবে? নিজের নিকটে নিজে যাও,
সব শুষ্ক মরু, নিজে হও জলাশয়
প্রেমপত্র নেই, পড়ো নিজের হূদয়।
তোমার জন্য কার আছে অশ্রুজল
নিজের দুইটি চোখই শুধু টলমল,
সেই হোক একবিন্দু তোর ভালোবাসা
এই যে নিজের কাছে নিজে ফিরে আসা।
কে তোর দরদী হবে, বোন হবে, বালিকা কুমারী,
নিজেই পুরুষ হও, নিজেই হ নারী।
——————
সূত্র: দৈনিক প্রথম আলো, ডিসেম্বর ২৫, ২০০৯