নারদ

ব্রহ্মার মানসপুত্র – দেবর্ষি। মহাদেব নারদকে বর দিয়েছিলেন যে, ইহলোকে ওঁর মত তেজস্বী, তপস্বী ও যশোস্বী কেউ থাকবেন না। উনি সতত গীতবাদ্য দ্বারা মহাদেবকে সন্তুষ্ট রাখবেন। বিদুর যখন ধৃতরাষ্ট্রকে পাণ্ডবদের বনবাস যাত্রার খবর দিচ্ছেন তখন নারদ এসে ভবিষ্যত্বানী করেন যে, চোদ্দ বছরের মধ্যে দুর্যোধনের অপরাধের জন্য কৌরবরা সবাই ধবংস হবে। পাণ্ডবদের উনি বহু হিতোপদেশ দিয়েছেন। নারদই যুধিষ্ঠিরকে রাজসূয় যজ্ঞ করার উপদেশ দেন। এই যজ্ঞ করলে যুধিষ্ঠির ইন্দ্রলোকে নিত্য বিরাজ করতে পারবেন এবং যুধিষ্ঠিরের পিতা পাণ্ডুও তাই চান – এই কথা তিনি যুধিষ্ঠিরকে জানান। একজনের কথা আরেকজনকে বলে মাঝে মাঝে উনি সমস্যারাও সৃষ্টি করতেন।

Post a comment

Leave a Comment

Your email address will not be published. Required fields are marked *