উদ্দালকের পুত্র। একদিন উদ্দালক নচিকেতকে কাষ্ঠ, কুশ, পুষ্প, কলস ও ভোজনদ্রব্য – যেগুলি উদ্দালক নদীতীরে ফেলে এসেছিলেন – সেগুলোকে নিয়ে আসতে বলেন। নচিকেত নদীতীরে গিয়ে দেখলেন যে, নদীর শ্রোতে সেগুলি ভেসে গেছে। তিনি যখন এসে উদ্দালককে বললেন যে, ওগুলি আর নেই। উদ্দালক ক্রুদ্ধ হয়ে বললেন – নচিকেতর অচিরাৎ যমদর্শন হোক। ঋষির কথা মিথ্যে হতে পারে না বলে নচিকেত সঙ্গে সঙ্গে মৃত্যুমুখে পতিত হয়ে যমের সন্মুখে উপস্থিত হলেন। সেখানে কিছু সময়ে থেকে আবার পিতার কাছে ফিরে আসেন।