1 of 2

নওরোজ সম্পাদক-কে

নওরোজ সম্পাদক -কে

আপনাদের নওরোজের আনন্দ উৎসবে আমার আমন্ত্রণ আমি সাদরে গ্রহণ করিলাম। এই নওরোজের চাঁদের হাটে বিকিকিনি করিবার মতো সম্বল সম্পদ হয়তো আমার নাই। আমি শুধু দিবারাত্রি ধরিয়া আপনাদের তোরণদ্বারে বাঁশি বাজাইতে পারি, গানে গানে প্রাণের কান্নাহাসি গাঁথিয়া যাইতে পারি, আমায় শুধু এই সহজ ভারটুকু দিন। ঘা দিয়া দ্বার খুলিতে যদি নাই পারি, গান দিয়া দ্বার খুলিবার সুন্দর সাধনা আমার হউক। আমায় আপনারা বাঁধিতে চাহিয়াছেন আপনাদের আনন্দ-রাখি দিয়া। আপনাদের বন্ধন স্বীকার করিলাম। আপনাদের গ্রহণ করিলাম। আমার সকল শক্তি, সাধনা-সংগীত আপনাদের হউক। এর অধিক বোধ হয় বলিবার দরকার হইবে না।

আমার সহযাত্রী তরুণ যাত্রিকদল আপনাদের যাত্রা পথের সহায় হইবে; আপনাদের অভিনব উৎসব মহফিল মাতাইয়া তুলিবে। আমি তাহাদের আহ্বান করিতেছি। আপনারা জয়যুক্ত হউন।

                           গণবাণী

                        ২৭ মে ১৯২৭

Post a comment

Leave a Comment

Your email address will not be published. Required fields are marked *