মিথিলায় বসবাসকারী এক ধার্মিক ব্যাধ, যিনি পূর্বজন্মে এক বেদাধ্যায়ী ব্রাহ্মণ ছিলেন। তাঁর সখা এক রাজার সঙ্গে মৃগয়ায় গিয়ে মৃগভ্রমে এক ঋষিকে বাণ দিয়ে বিদ্ধ করায় সেই ঋষির অভিশাপে তিনি ব্যাধ হিসেবে জন্ম গ্রহণ করেন। কিন্তু সেই ঋষি ওঁকে বলেছিলেন যে, ব্যাধ হয়ে জন্মে স্বধর্ম পালন করলেও তিনি ধর্মজ্ঞ জাতিস্মর (যাঁর পূর্বজন্মের কথা স্মরণে থাকে) হবেন। এই ধর্মব্যাধ কৌশিক মুনিকে ধর্ম সম্পর্কে অনেক উপদেশ দিয়েছিলেন।