ন্যায়ের দেবতা। কুন্তি এঁকেই আহবান করে যুধিষ্ঠিরকে গর্ভে ধারণ করেছিলেন। এক ব্রাহ্মণের অরণি আর মন্থ খুঁজতে খুঁজতে পাণ্ডবরা যখন একটি সরবরে জল পান করতে গিয়েছিলেন, তখন ধর্ম তাঁদের পরীক্ষা করার জন্য বক-রূপী যক্ষের বেশ নিয়েছিলেন। অন্য পাণ্ডবরা একে একে সেই সরবরে এসে ওঁর প্রশ্নের উত্তর না দিয়ে জল পান করতে গিয়ে অবচেতন হন। যুধিষ্ঠির এসে প্রাণহীণ চার ভ্রাতাকে নিশ্চল দেখেও বকরূপী যক্ষের ধর্ম বিষয়ক সব প্রশ্নের সঠিক জবাব দেন। শেষে যখন বক জিজ্ঞেস করলেন, কোন ভ্রাতাকে যুধিষ্ঠির জীবিত করতে চান। যুধিষ্ঠির বললেন নকুলকে। কারণ সেক্ষেত্রে মাতা কুন্তি ও মাতা মাদ্রীর দুজনেরই একটি করে সন্তান জীবিত থাকবেন। ধর্ম সেই শুনে চমত্কৃত হয়ে আত্মপরিচয় দিয়ে সব ভ্রাতাদের জীবিত করে দেন।