ধরম বা ধর্ম

ধরম বা ধর্ম

ধর্ম নিয়ে মূল আলোচনায় যাবার আগে ধর্ম কোথা থেকে এল তা আলোচনা করা দরকার। বিজ্ঞানের অভাবনীয় অগ্রগতির ফলে এতদিনে প্রকৃতির সব রহস্যই উন্মোচিত হয়েছে। কিন্তু সৃষ্টির প্রথম পর্যায়ে মানুষ ছিল অসহায়। ঝড়, বৃষ্টি, তুষারপাত ইত্যাদির মত প্রাকৃতিক দুর্যোগকে তারা দেবতার কোপ বলে মনে করত। তাই দেবতার কোপ থেকে রেহাই পাবার জন্য, দেবতাকে সন্তুষ্ট করার উদ্দেশ্যে তারা দেবতার পূজা করত। ঝড়, বৃষ্টি, তুষারপাত ইত্যাদিকে মানুষ একাধিক দেবতার পরিকল্পনা বলে মনে করত বলেই আমরা একাধিক দেবতার অস্তিত্ব বা দর্শন পাই। একাধিক দেবতার অস্তিত্ব ভারতবাসীর মধ্যে আচে, গ্রীক এবং রোমানদের মধ্যেও এদের অস্তিত্ব চিল। কিন্তু পরবর্তীকালে ধর্ম প্রচারকদের আবির্ভাব ঘটে। যেমন খ্রীষ্ট ধর্মের প্রচারক যীশুখ্রীষ্ট, মুসলমান ধর্মের প্রবর্তক পয়গম্বর হজরত মহম্মদ। অনুরূপভাবে বৌদ্ধধর্মের প্রবর্তক গৌতম বুদ্ধ এবং জৈন ধর্মের মহাবীর জৈন প্রভৃতি। এইসব ধর্মের ধর্মান্তরিত লোকজনরা একাধিক দেবতার পূজা বর্জন করে এক দেবতার পূজা অর্থাৎ একেশ্বরবাদী হয়েছেন। কিন্তু সাঁওতালদের মধ্যে অদ্যাবধি কোন ধর্মপ্রচারকের আবির্ভাব ঘটেনি অথচ তারা একাধিক দেবতার পূজা করে না। তারা একেশ্বরবাদ বা একমাত্র দেবতায় বিশ্বাসী। সেই একমাত্র ঈশ্বর বা দেবতা হচ্ছেন মারাং বুরু। সাঁওতালদের মধ্যে বারো মাসে তেরো পার্বণ আছে। তবে তেত্রিশ কোটি দেবতার অস্তিত্ব নাই। মারাং বুরুকেই বারো মাসের তেরো পার্বণে স্মরণ করা হয়। সাঁওতালদের মধ্যে এই ধর্ম বিশ্বাস উন্নত সভ্যতার স্বাক্ষরই বহন করে। অনেকে মারাং বুরুকে বড় পাহাড় বলে অভিহিত করেন, কথাটার আক্ষরিক অর্থও তাই (মারাং মনে বড় এবং বুরু মানে পাহাড়), কিন্তু মারাং বুরু মানে কখনই বড় পাহাড় হতে পারে না। যারা মারা বুরুকে বড় পাহাড় বলে অভিহিত করেন তাদের কাছে, সাঁওতালদের মধ্যে ব্যাপক ভাবে প্রচলিত কয়েকটি শব্দ বা কথার অর্থ সবিনয়ে জানতে চাই। সেই কথাকটি হল ‘হারা বুরু’, ‘গুজুঃক বুরুঃক’, ‘বঙ্গা বুরু’। মারাং বুরু যদি বড় পাহাড় হয় তাহলে এই কথাগুলির অর্থ কি? সত্যি কথা বলতে কি মারাং বুরু কোনদিনই বড় পাহাড় ছিলেন না, তিনি সাঁওতালদের একমেব অদ্বিতীয়ম। ইদানীং অবশ্য কেউ কেউ মারাং বুরু ছাড়াও আরও দু একটা দেবতার পূজা প্রচলনের জন্য প্রাণপণে চেষ্টা করছেন, এটা শুধু অনুচিত নয়, সাঁওতালদের মহান ঐতিহ্য ও কৃষ্টির বিরোধী, তাদের মনে রাখা উচিৎ ‘বন্যরা বনে সুন্দর শিশুরা মাতৃক্রোড়ে’। মারাং বুরুকে বড় পাহাড় বলার অর্থ সাঁওতালদের ধর্ম বিশ্বাসে আঘাত করা যেটা কখনই কাম্য নয়।

Post a comment

Leave a Comment

Your email address will not be published. Required fields are marked *