ভরত বংশের রাজা যযাতি ও তাঁর স্ত্রী শর্মিষ্ঠার (অসুরদের রাজা বৃষপর্বার দুহিতা) পুত্র। শাপগ্রস্থ যযাতির জরা দ্রুহ্যু নিতে সন্মত না হওয়ায়, যযাতি দ্রুহ্যুকে অভিশাপ দেন যে, ওঁর কোনও আশাই পূর্ণ হবে না। যে-জায়গায় যাতায়তের কোনও বাহন নেই সেইখানে ওঁকে জীবন কাটাতে হবে এবং ওঁর বংশে কেউ রাজা হবে না। দ্রুহ্যুর থেকেই বৈভোজ জাতির সৃষ্টি হয়।