ব্রাহ্ম পর্ব
মধ্য পর্ব
প্রতিসর্গ পর্ব
1 of 3

দ্বাপরযুগীয় ভূপ বৃত্তান্ত বর্ণন

।। দ্বাপরযুগীয়ভূপ বৃত্তান্তবর্ণনম্।।

।। দ্বাপর যুগীয় ভূপবৃত্তান্ত বর্ণন।।

এই অধ্যায়ে দ্বাপর যুগীয় নৃপতিগণের বৃত্তান্ত বর্ণনা করা হয়েছে।

সংবর্ণশ্চ মহীপাল কস্মিনকালে সমাগত। লোমহযেন মে ধ্রুহি দ্বাপরস্য নৃপংস্তথা।।১।। ভাদ্রস্য কৃষ্ণপক্ষে তু ত্রয়োদশ্যাং ভূগৌ দিনে। সংবনো মুনিভি সাদ্ধাং প্রতিষ্ঠানে সমাগত।।২। প্রতিষ্ঠানং কৃতং রম্যং পঞ্চযোজনমায়তম্। অদ্ধত্রোশোন্নত্রং হন্যং রচিতং বিশ্বকর্মনা। ৩।। বুদ্ধিবংশে প্রসেনস্য সত্তায়া ভূপতি কৃত। যদুবংশে সাত্বতশ্চ মধুরাভূপতি কৃত।।৪।।

শৌনক মুণি বললেন, হে লোমহর্ষণ সংবর্ণরাজা কোন্ সময়ে সমাগত হয়েছেন — তা বলুন এবং দ্বাপর যুগের নৃপতিগণের বিষয়ে কৃপাপূর্বক সমস্ত বৃত্তান্ত আমাকে বলুন। সূতজী বললেন, ভাদ্রপদ মাসের কৃষ্ণপক্ষের ত্রয়োদশী তিথিতে শুক্রবার রাজা সংবর্ণ মুণিদের সংগে প্রতিষ্ঠানে আগমন করেন।।১-২।

সেই প্রতিষ্ঠান পঞ্চযোজন বিস্তৃত পরম সুন্দর ছিল। বিশ্বকর্মা অর্ধক্রোশ বিস্তৃত উচ্চহর্ষ নির্মাণ করেছিলেন।।৩।।

বুদ্ধিবংশের রাজা প্রসেনকে সক্তার ভূপতি করা হয়েছিল।।৪।।

ম্লেচ্ছবংশে শ্মশূপালো মরুদেশস্য ভূপতি। ক্রমেন বদ্ধিতা ভূপা প্রজাভি সহিতাভূবি ৫।। দশবর্ষ সহস্রানি সংবনো ভূপতি স্মৃতঃ। তস্যাত্মজোহযমচাজ্ঞ কৃতং রাজ্যং পিতু স্মৃত।।৬।। তস্য পুত্র সূরিজাপী পিতুরদ্ধং চ রাজ্যকৃৎ। সূর্যযজ্ঞস্তস্য পুত্র সৌরস্বজ্ঞপরায়ন।।৭।। শতহীনং কৃতং রাজ্যং তস্মাদাতিথ্যবধন্। শতহীনং কৃতং রাজ্যং দ্বাদশাত্মা তু তৎসুত।।৮।। শতহীনং কৃতং রাজ্যং তস্মাজ্জাতো দিবাকর। শতহীনং কৃতং রাজ্যং তস্মাজতো প্রভাকর।।৯।। শতহীনং কৃতং রাজ্যং ভাস্বদাত্মা চ তৎসুত। শতহীনং কৃতং রাজ্যং বিবস্বজজ্ঞস্তদাত্মজঃ।।১০।। শতহীনং কৃতং রাজ্যং হরিদশ্বাচনস্তত।। শতহীনং কৃতং রাজ্যং তস্মাদ্বৈকতন সুত।।১১।।

ম্লেচ্ছ বংশের শ্মশ্রুপাল মরুদেশের রাজা ছিলেন। এইভাবে ক্রমান্বয়ে নৃপতিগণ ভূমন্ডলে প্রজাগণের সঙ্গে বৃদ্ধি পেয়েছিলেন।।৫।।

রাজা সংবর্ণ দশ সহস্র বর্ষ পর্যন্ত রাজত্ব করেছিলেন। তাঁর পুত্র অর্চাঙ্গ পিতৃতুল্য রাজত্ব করেছিলেন।।৬।।

অর্চাঙ্গের পুত্র সুরিজাপী পিতার রাজত্বকালের অর্ধকাল রাজত্ব করেছিলেন। তাঁর পুত্র সুরিয়জ্ঞ সৌরযজ্ঞ পরায়ণ ছিলেন সূর্যযজ্ঞ শতহীন রাজত্ব করেন। তার পুত্র আতিথ্য বর্ধন পিতার রাজত্বকালের শতবর্ষকাল রাজত্ব করেন। তার পুত্র দ্বাদশাত্মা পিতার থেকে শতবর্ষ কম রাজত্ব করেন। দ্বাদশাত্মা পুত্র দিবাকর তাঁর পুত্র প্রভাকর, তাঁর পুত্র ভাস্বদাত্মা এবং ভাস্বদাত্মা পুত্র বিস্বভঙ্গ। তাঁর পুত্র হরিদশ্বার্চন, তাঁর পুত্র বৈকর্তন–এঁদেরসকলের রাজত্বকাল পিতার অপেক্ষা শতবর্ষ করে কমছিল।।৭-১১।।

শতহীনং কৃতং রাজ্যং স্তস্মাদকেষ্টিমান সুত। শতহীনং কৃতং রাজ্যং তস্মান মাতন্ডবৎসলঃ।।১২।। শতহীনং কৃতং রাজ্যং মিহিরার্থস্তু তৎসুত। শতহীনং কৃতং রাজ্যং তস্মাদরুন পোষণ।।১৩।। শতহীনং কৃতং রাজ্যং তস্মাদ্দয়ুমনি বৎসল। শতহীনং কৃতং রাজ্যং তস্মাত্তরনিযজ্ঞকঃ।।১৪।। শতহীনং কৃতং রাজ্যং তস্মানমৈত্রেষ্টিবধনঃ। শতহীনং কৃতং রাজ্যং চিত্রভানূজকস্ততঃ।।১৫।। শতহীনং কৃতং রাজ্যং তস্মাদ্বৈরোচন সমৃতঃ। শতহীনং কৃতং রাজ্যং হংসন্যায়ীতু তৎসুতঃ।।১৬।। পিতুস্তল্যং কৃতং রাজ্যং তস্মাদ্বদ প্রবধন। শতহীনং কৃতং রাজ্যং তস্মাৎসাবিত্র উচ্যতে।।১৭।। শতহীনং কৃতং রাজ্যং ধনপালস্ততোহভবৎ। শতহীনং কৃতং রাজ্যং ম্লেচ্ছহন্তা সুত স্মৃতঃ।।১৮।। শতহীনং কৃতং রাজ্যং তস্মাদান। শতহীনং কৃতং রাজ্যং ধর্মপালসুতস্ততঃ।।১৯। শতহীনং কৃতং রাজ্যং ব্রহ্মভক্ত সুতস্ততঃ। পিতুস্তল্যং কৃতং রাজ্যং তস্মাদ ব্রহ্মোষ্টিবদ্ধনঃ।।২০। পিতুস্তল্যং কৃতং রাজ্যং তস্মাদআত্ম প্রপূজক। পিতুস্তল্যং কৃতং রাজ্যং পরমেষ্ঠী সুতস্ততঃ।।২১।। পিতুস্তল্যং কৃতং রাজ্যং তস্মাদ্ধেরন্য বদ্ধনঃ। শতহীনং কৃতং ধাতৃযাজী তু তৎসুতঃ।।২২।। পিতুস্তল্যং কৃতং রাজ্যং তদ্ধিধাতৃ প্ৰপূজক। পিতুস্তল্যং কৃতং রাজ্যং তস্মাদ্বেদুহিনঃ ক্রতুঃ।।২৩।। পিতুস্তল্যং কৃতং রাজ্যং তস্মাদ্বৈরঞ্চ্য উচ্যতে। শতহীনং কৃতং রাজ্যং তৎপুত্রঃ কমলাসনঃ।।২৪।। পিতুস্তল্যং কৃতং রাজ্যং শমবর্তী তুতৎসুত। পিতুস্তল্যং কৃতং রাজ্যং শ্রাদ্ধদেবস্তু তৎসুতঃ।।২৫।। পিতুস্তল্যং কৃতং রাজ্যং তস্মাদ্বৈ পিতৃবন্ধনঃ। পিতুস্তল্যং কৃতং রাজ্যং সৌমদতস্তু তৎসুতঃ।।২৬।। পিতুস্তল্যং কৃতং রাজ্যং সৌমদত্তিস্তদান্তজঃ। পিতুস্তল্যং কৃতং রাজ্যং তস্মাদ্বৈ সৌমবদ্ধন্।।২৭।। পিতুস্তল্যং কৃতং রাজ্যং অবতংস সুতস্তত। পিতুস্তল্যং কৃতং রাজ্যং প্ৰতংস স্তনয়স্তত।।২৮।

বৈকর্তনের পুত্র পৌত্রাদিগণ হলেন অর্কেষ্ঠিমান, মার্তন্ডবৎসল, মিহিরার্য, অরুণপোষণ, ধূমণিবৎসল, তরণিযজ্ঞক, মৈত্রেষ্টিবর্ধন, চিত্রভাযুক বৈরাচন ও হংসন্যায়ি এঁরা সকলে তাঁদের পিতার থেকে একশতবর্ষ কম রাজত্ব করেছিলেন। হংসন্যায়ী পুত্র বেদপ্রবর্ধন, তাঁর পুত্র সাবিত্র, সাবিত্র পুত্র ধনপাল, তাঁর পুত্র ম্লেচ্ছহন্তা, তাঁর পুত্র আনন্দবর্ধন, তাঁর পুত্র ধনপাল। তাঁর পুত্র ব্রহ্মভক্ত। এই সকল রাজাগণ পিতার থেকে একশত বর্ষ কম রাজত্ব করেন। ব্রহ্মভক্ত কেবল পিতার তুল্য রাজত্ব করেন। ব্রহ্মভক্ত পুত্র ব্রহ্মেষ্টিবর্ধন, তাঁর পুত্র রাজা আত্মপ্রপূজক এবং তাঁর পুত্র পরমেষ্ঠী। এঁরা সকলেই পিতৃতুল্য রাজত্বকাল উপভোগ করেছিলেন।।১২-২১।।

পরমেষ্ঠী পুত্র হৈরণ্য শতহীন রাজত্ব করেন। তাঁর পুত্র ধাতৃযাজী এবং পৌত্রাদিগণ ধাতৃপ্রপূজক, দ্রুহিণক্রতু, বৈরষ্য, কমলাগণ, শমবর্ত্তী, শ্রাদ্ধদেব। এই সকল রাজাগণ পিতৃতুল্য রাজত্ব করেন।।২২-২৫।।

শ্রাদ্ধদেব থেকে পিতৃবর্ধন, তাঁর পুত্র সোমদত্ত, তাঁর পুত্র থেকে সোমদত্তি জন্মলাভ করেন। তাঁর পুত্র সোমবর্দ্ধক ও তাঁর পুত্র-পৌত্রাদিগণ হলেন অবতাংস, প্রতংস-এঁরা সকলে পিতার রাজত্বকালের তুল্য রাজত্ব করেন।।২৬-২৮।।

পিতুস্তল্যং কৃতং রাজ্যং পরান্তসস্তগাত্মজঃ। পিতুস্তল্যং কৃতং রাজ্য ময়তং সস্ততোহভবৎ।।২৯।। পিতুস্তল্যং কৃতং রাজ্যং সমান্তসস্তু তৎসুত। পিতুস্তল্যং কৃতং রাজ্যং অনুতংস স্তদাত্মজঃ।৩০।। পিতুস্তল্যং কৃতং রাজ্যমভিতংসস্তোহভবৎ। পিতুস্তল্যং কৃতং রাজ্যমভিতংসস্তাদাত্মজঃ।।৩১।। পিতুস্তল্যং কৃতং রাজ্যং সমুন্তং সস্ততোহভবৎ। পিতুস্তল্যং কৃতং রাজ্যং তন্তোনাম সুতোহভবৎ।।৩২।। পিতুস্তল্যং কৃতং রাজ্যং দুষ্যন্ত স্তনয়স্তত। শকুন্তলায়াং তস্মাচ্চ ভরতো নাম ভূপতিঃ।।৩৩।। পিতুস্তল্যং কৃতং রাজ্যং দুষ্যন্তঃ স্বৰ্গতিং গতঃ। ভরতো নাম তৎপুত্র দেবপূজন তৎপরঃ।।৩৪।। মহামায়াপ্রভাবেন যটাত্রিংশদ্বর্য জীবনম্। যটত্রিংশাদ্ব সহস্রানি নৃপায়ুবদ্বিতং তথা।।৩৫।। তস্য নান্মা স্মৃত খন্ডো ভারতো নাম বিশ্রুতঃ। তেন ভূমেবিভাগশ্চ কৃতং রাজ্যং পৃথক চিরম্।।৩৬।।

প্রতংসের পরবর্তী বংশধরগণ হলেন পরাতংস, অয়তংস, সমাতংস, অনুতংস, অধিতংস, অভিতংস, সমুত্তংস, তংস এ দুষ্যন্ত। এই সকল রাজাগণ পিতার রাজত্বকালের ন্যায় সমান রাজত্ব করে স্বর্গপ্রাপ্ত হন। দুষ্যন্তজায়া শকুন্তলার গর্ভে ‘ভরত’ নামক পুত্র জন্মগ্রহণ করে। তিনি সদা দেবপূজার্চনাতে তৎপর ছিলেন। মহামায়ার প্রভাবে তিনি ছত্রিশ বর্ষের জীবন থেকে ছত্রিশহাজার বর্ষ পর্যন্ত আয়ুলাভ করেন।।২৯-৩৫।।

সেই ভরত রাজা খন্ড ও ভারত নামে প্রসিদ্ধ ছিলেন। তিনি ভূ-বিভাগপূর্বক চিরকাল পৃথক রাজ্য গঠন করেছিলেন।।৩৬।।

দিব্য বযশতং রাজ্যং তস্মাজ্জাতো মহাবলঃ। দিব্যং বর্ষশতং রাজ্যং ভরদ্বাজস্ততোহভবৎ।।৩৭।। দিব্যং বর্যশতং রাজ্যং তস্মাদভবনমন্যমান্ অষ্টাদশ সহস্রানি সমা রাজ্যং প্রকীতিতম্।।৩৮।। বৃহৎক্ষেত্রস্ততো হাসীৎপিতুস্তল্যং কৃতং পদম্। সুহোত্রস্তনয়স্তস্য পিতুস্তল্যং কৃতং পদম্।।৩৯।। বীতিহেত্রস্তস্য সুতো রাজ্যং দশ সহস্রকম্। যজ্ঞহোত্রস্ততোহপ্যাসীৎ পিতুস্তল্যং কৃতং পদম্।।৪০। শত্রুহোত্রস্ততো জাত পিতুস্তল্যং কৃতং পদম্। প্রসন্নো ভগবানিন্দ্ৰস্তং নৃপং স্বর্গমাপ্তবান্।।৪১।। তদায়োধ্যাপতি শ্ৰীমান প্রতাপেন্দ্রো মহাবলঃ। ভরতং বর্ষমদধদ্বর্ষ দশসহস্ৰকম্।।৪২।। মন্ডলীকস্তস্য সুতঃ পিতুস্তল্যং কৃতং পদম্। বিজয়েন্দ্রস্তস্য সুতঃ পিতুস্তল্যং কৃতং পদম্।।৪৩।।

দিব্য শতবর্ষ রাজত্বের পর ভরতের পুত্র মহাবল জন্মলাভ করেন। এর দিব্যশতবর্ষ রাজত্বের পর ভরদ্বাজ উৎপন্ন হয়। তাঁর দিব্য শতবর্ষ রাজত্বের পর ভবন মন্যুমান্ জাত হন। এই ভাবে তাঁরা অষ্টাদশ সহস্রবর্ষ পর্যন্ত রাজত্ব করেছিলেন।।৩৭-৩৮।।

রাজা মন্যুমানের পুত্র বৃহৎক্ষেত্র ও পৌত্র সুহোত্র পিতৃতুল্য রাজত্ব করেন। সুহোত্রের পুত্র বীতহোত্র দশ সহস্র বর্ষ পর্যন্ত রাজত্ব করেছিলেন। তাঁর পুত্র যজ্ঞহোত্র ও পৌত্র শত্রুহোত্র পিতৃতুল্য রাজত্ব করেন। দেবরাজ ইন্দ্র তাঁর প্রতি প্রসন্ন হয়ে স্বর্গরাজ্য প্রদান করেন। এরপর অযোধ্যাপতি শ্রীমান প্রতাপেন্দ্ৰ ভারতবর্ষকে দশসহস্র বর্ষ পর্যন্ত শাসন করেন।।৩৯-৪২।।

রাজা প্রতাপেন্দ্রের পুত্র মন্ডলীক এবং তাঁর পুত্র বিজয়েন্দ্র পিতার সমতুল্য রাজত্ব করেন।। ৪৩।।

ধনুদাপ্তস্তস্য সুত পিতৃ লাং কৃতং পদম্। ইন্দ্ৰজ্ঞয়া শত্ৰুহোত্রো ধৃতাচ্যা সহ ভূতলে।।৪৪।। প্রাপ্তবান সধনুদীপ্তং জিত্বা রাজ্যং মচীকরৎ। হস্তীনাম সতে। জাত ঐরাবত সুতং গজম্।।৪৫। আরুহ্য পশ্চিমে দেশে হস্তিনানাগরী কৃতা। দশমোজন বিষ্ণুীনা স্কাংগায়াস্তটে শুভা।।৪৬।। রাজ্যং দশসহস্রং চতত্র বাসং চকার সঃ। তৎপুত্রস্বজমীঢ়াখ্য পিতুস্তল্যং কৃতং পদম্।।৪৭।। তস্মাজ্জাতো রক্ষপাল পিতুস্তল্যং কৃতং পদম্। সুশম্যণস্তস্য সুত পিতুস্তল্যং কৃতং পদম্।।৪৮।। তস্য পুত্র কুরুনাম পিতুরদ্ধং কৃতং পদম্। ইন্দ্রস্য বরদানেন সন্দেহ স্বৰ্গমাগত।।৪৯।। তদা সাত্ত্বতবং শোহস্তিন বৃষ্ণিনাম মহাবলঃ। মথুরায়াং স্থিতো রাজ্যং স্বং স্ববশমাপ্তবান।।৫০।।

রাজা বিজয়েন্দ্রের পুত্র ধনুর্দীপ্ত পিতৃতুল্য রাজত্ব করেন। দেবরাজ ইন্দ্রের আজ্ঞায় রাজা শত্রুহোত্র ভূমন্ডলে ঘৃতাচীর সংগে বাস করেন। তিনি ধনুদীপ্তকে জয় করে পরম সুখভোগ করেন। তাঁর হস্তী নামক পুত্র ঐরাবত পুত্র গজে আরোহণ পূর্বক পশ্চিম দেশে হস্তিনা নগরী স্থাপন করেন। এই নগরী দশযোজন বিস্তৃত ছিল এবং স্বর্গঙ্গার তীরে পরমশুভ নগরী হিসাবে প্রতিষ্ঠিত ছিল।।৪৪-৪৬।।

তেনে সেই নগরীতে বাস করে দশসহস্র বৎসর রাজত্ব করেন। তাঁর পুত্র অজমাঢ়, পৌত্র রক্ষপাল ও তাঁর পুত্র সুশমণ পিতৃতুল্য রাজত্ব করেন। রাজা সুশম্যর্ণের পুত্র কুরু পিতা অর্ধপদ লাভ করেন। তিনি ইন্দ্রদেবের বরে সশরীরে স্বর্গপ্রাপ্ত হন।।৪৭-৪৯।। ভগবতো বরদানেন হরের দভূতকর্মনঃ। পঞ্চবর্ষ সহস্রং চ স্বং রাজ্যং বশী কৃতম্।।৫১।। নিরাবৃত্তিস্তস্য সুত পিতুস্তল্যং কৃতং পদম্। দশারী তস্য তনয় পিতুস্তল্যং কৃতং পদম্।।৫২।। বিষামুনস্তস্য সুত পিতুস্তল্যং কৃতং পদম্। জীমূতস্তস্য তনয় পিতুস্তল্য কৃতং পদম্।।৫৩।। বিকৃতিস্তস্য তনয় পিতুস্তল্যং কৃতং পদম্। তস্মাজ্জাতো ভীমরথ পিতুস্তল্যং কৃতং পদম্।।৫৪।। তস্মাজ্জাতো নবরথ পিতুস্তল্যং কৃতং পদম্। তস্মাজ্জাতো দশরথ পিতুস্তল্যং কৃতং পদম্।।৫৫।। তস্মজ্জাতশ্চ শকুনি পিতুস্তল্যং কৃতং পদম্। তস্মাজ্জাতো কুশুম্ভশ্চ পিতুস্তল্যং কৃতং পদম্।।৫৬।। তস্মাজ্জাতো দেবরথ পিতুস্তল্যং কৃতং পদম্। দেবক্ষেত্রস্তস্য সুত পিতুস্তল্যংে কৃতং পদম্।।৫৭।। তস্য পুত্রো মধুনাম পিতুস্তল্যং কৃতং পদম্। ততো নবরথ পুত্র পিতুস্তল্যং কৃতং পদম্।।৫৮।। কুরুবৎসস্তস্য সুত পিতুস্তল্যং কৃতং পদম্। তস্মাদনুরথ পুত্র পিতুস্তল্যং কৃতং পদম্।।৫৯।।

সেই সময় সাত্বত বংশে বৃমিত্ত নামক মহান বলবান্ রাজা ছিলেন। যিনি মথুরাতে নিজ রাজত্ব স্থাপন করে সমগ্র রাজত্ব নিজের বশে আনেন। এই অদ্ভূত কর্মসম্পাদনের জন্য ভগবান্ বিষ্ণুর বরদানে তিনি পঞ্চ সহস্র বর্ষ পর্যন্ত রাজ্য বশীভূত করেন।।৫০-৫১।।

রাজা বৃষ্ণির বংশধরগণ হলেন নিরাবৃত্তি, দশারী, বিয়ামুন, জীমূত, বিকৃতি, ভীমরথ, নবরথ, দশরথ, শকুনি এবং কুশুম্ভ। এই সকল রাজাগণ পিতার রাজত্বকালের তুল্য রাজত্ব করেন।।৫২-৫৬।।

রাজা কুশুম্ভের পরবর্তী রাজগণ হলেন দেবরথ, দেবক্ষেত্র, মধু, নবরথ, কুরুবৎস, অনুরথ, পুরহোত্র, বিচিত্রাঙ্গ, সাত্বত, ঊজমান, বিদূরথ, সুরভক্তা। এরা সকলেই পিতৃতুল্য রাজত্ব করেন।।৫৭-৬২।।

পুরুহোত্র সুত্রস্তস্য পিতুস্তল্যং কৃতং পদম্। বিচিত্ৰাং গস্তস্য সুত পিতুস্তল্যং কৃতং পদম্।।৬০।। তস্মাৎ সাত্বতবানপুত্র পিতুস্তল্যং কৃতং পদম্। ভজমানস্তস্য সুত পিতুস্তল্যং কৃতং পদম্।।৬১।। বিদুরথস্তস্য সুত পিতুস্তল্যং কৃতং পদম্। সুরভক্তস্তস্য কৃতং পতুস্তল্যং কৃতং পদম্।।৬২।। তস্মাচ্চ সুমনা পুত্র পিতুস্তল্যং কৃতং পদম্। ততিক্ষেত্রস্তস্য সুত পিতুস্তল্যং কৃতং পদম্।।৬৩।। স্বায়ম্ভুবস্তস্য সুত পিতুস্তল্যং কৃতং পদম্। হরিদীপক এবাসৌ তস্য রাজ্যং পিতু সমম্।।৬৪।। দেবমেধাসসুস্তস্য পিতুস্তল্যং কৃতং পদম্। সুরপালস্তদা জাত পিতুস্তল্যং কৃতং পদম্।।৬৫।। শক্রাজ্ঞয়া কুরুশ্চৈব দ্বাপর ত্রিতয়ে পদে। ব্যতীতে চ সুকেশ্যাস স স্ববেশ্যায়া পত প্রভু।।৬৬।। আগতো ভারতে খন্ডে কুরুক্ষেত্রং তদ্যা কৃতম্। বিংশদ্যোজন বিস্তীণং পুন্যক্ষেত্রং স্মৃতং বুধে।।৬৭।।

সুরভক্তের পুত্র পৌত্রাদিগণ হলেন সুমনা, তত্বিক্ষেত্র, স্বায়ম্ভব, হরিদীপক, দেবমেধা, সুরপাল। এই সকল রাজগণ পিতার তুল্য পদাধিকারী ছিলেন।।৬৩-৬৫।।

দ্বাপর যুগের তৃতীয় চরণ ব্যতীত হলে দেবরাজ ইন্দ্রের আজ্ঞায় রাজা কুরু স্বর্গের অপচয় সুকেশীর পতিরূপে ভারত ভূখন্ডের আগমনপূর্বক কুরুক্ষেত্র রচনা করেন। এই ক্ষেত্র বিংশ যোজন বিস্তৃত। মহামনীষীগণ এই ক্ষেত্রকে পরমপুণ্য ক্ষেত্র বলেছেন।।৬৬-৬৭।।

দ্বাদশাদ্বসহস্রং চ কুরুনা রাজ্যসাৎ কৃতম্ তস্মাজ্জাসসুতো জাত পিতুস্তল্যং কৃতং পদম্।।৬৮।। তস্মাচ্চ সরথো জাত পিতৃস্তুল্যং কৃতং পদগম্। বিদুরথস্তস্য সুত পিতুস্তল্যং কৃতং পদম্।।৬৯।। সার্বভৌমস্তস্য সুত পিতুস্তল্যং কৃতং পদম্। জয়সেনস্তস্য সুত পিতুস্তল্যং কৃতং পদম্।।৭০।। তস্মাদনব এবাসৌ পিতুস্তল্যং কৃতং পদম্। চতুসসাগরগামী চ পিতুস্তল।ং কৃতং পদম্।।৭১ ।। অয়ুতায়ুস্তস্য সুতো রাজ্যং দশসহস্রকম্। অক্ৰোধনস্তস্য সুত পিতুস্তল্যং কৃতং পদম্।।৭২।। তস্মাদৃক্ষসুতো জাত পিতুস্তল্যং কৃতং পদম্। ভীমসেনস্তস্য সুত পিতুস্তল্যং কৃতং পদম্।।৭৩।। দিলীপস্তস্য সুত পিতুস্তল্যং কৃতং পদম্। প্রতীপস্তস্য তনয়ো রাজ্যং পঞ্চসহস্রকম্।।৭৪।।

শন্তনুস্তস্য পুত্রশ্চ রাজ্যমেকসহস্রকম্। বিচিত্রবীর্যস্তৎপুত্রো রাজ্যং বৈ দ্বিশন্ত সমা।।৭৫।। কুরুরাজ দ্বাদশসহস্র বর্ষ পর্যন্ত রাজত্ব করেছিলেন। তাঁর পুত্র জহ্ন পিতৃতুল্য রাজত্ব করেছিলেন। তাঁর পুত্রপৌত্রাদি হলেন সুরথ, বিদূরথ, সার্বভৌম এবং জয়সেন। এঁরা সকলে পিতার সমান রাজত্ব করেছিলেন।।৬৮-৭०।।

জয় সেনের পুত্র অর্ণব, তাঁর পুত্র চতুসাগরগামী, তাঁর পুত্র অযুতায়ু এঁরা সকলে পিতৃতুল্য রাজত্ব করেন এবং অযুতায়ু দশসহস্র বৎসর রাজত্ব করেছিলেন। রাজা অযুতায়ুর পুত্র অক্রোধন, তাঁর উত্তরসুরীগণ হলেন ঋক্ষ, ভীমসেন, দিলীপ। এই সকল রাজগণ পিতার ন্যায় রাজত্ব করেছিলেন। দিলীপের পুত্র প্রতীপ পঞ্চসহস্র বর্ষ পর্যন্ত রাজ্যসুখ ভোগ করেন।। ৭১-৭৫।।

পান্ডুশ্চ তনয়ো যস্মিন রাজ্যং পঞ্চশতং কৃতম্ যুধিষ্ঠিরস্তস্য সুতো রাজ্যং পঞ্চশদদ্বকান্।।৭৬।। সুমোধনেন ষষ্ঠয়দ্বং কৃতং রাজ্যং ততঃ পরম্। যুধিষ্ঠিরেন নিধনং তস্য প্রাপ্তং কুরুস্থলে।।৭৭।। পূর্বে দেবাসুরে যুদ্ধেয় দৈত্যাশ্চ সুরৈহর্তা। তে সর্বে শন্ত রাজ্যং জন্মবন্ত প্রতস্থিরে।।৭৮।। লক্ষমক্ষৌহিনী তেষাং তদভারেন বসুন্ধরা। শত্রুস্য শরনং প্রাপ্ত বতারং চ ততোহরে।।৭৯।। স সৌরেবসুদেবস্য দেবক্যাং জন্মনাবিশৎ। এবং কৃষ্ণো মহাবিযো রোবিনীনিলয়ং গত।।৮০।। পঞ্চত্রিংশদুত্তরং চ শতং বৰ্ষ চ ভূতলে। ঊষিতবা কৃষ্ণ চন্দ্রশ্চ ততো গোলকমাগত।।৮১।।

প্রতীপের পুত্র শান্তনু একসহস্র বর্ষ পর্যন্ত রাজত্ব করেছিলেন। তাঁর পুত্র বিচিত্রবীর্য কেবল দুইশত বর্ষ রাজত্ব করেছিলেন। তাঁর পুত্র পান্ডু পাঁচশত বর্ষ পর্যন্ত রাজত্ব করেছিলেন। তাঁর পুত্র যুধিষ্ঠীর পঞ্চাশবর্ষ পর্যন্ত এবং তারপর দুর্যোধন ষাট বর্ষ পর্যন্ত রাজত্ব করেছিলেন। যুধিষ্ঠিরের দ্বারা কুরুক্ষেত্রে তার নিধন হয়েচিল।।৭৬-৭৭।।

পূর্বে দেবাসুর যুদ্ধে অসুরগণ দেবতাদের দ্বারা নিহত হন। তারা সকলে রাজা শান্তনুর রাজ্যে জন্মগ্রহণ করেন।। ৭৮।।

তাদের এক অক্ষৌহিনী সেনা ছিল, যাদের ভারে উৎপীড়িত পৃথিবী দেবরাজ ইন্দ্রের শরণাপন্ন হন। এরপর ভগবান্ শ্রীহরি অবতার রূপধারণ করেন।।৭৯।

ভগবান শ্রীহরি সৌরি বসুদেব পত্নী দেবকীর মধ্যে জন্মের দ্বারা প্রবেশ করেছিলেন। এই প্রকারে মহাবীর্য শ্রীহরি ভগবান্ কৃষ্ণ রোহিণীর নিলয়ে যান। ভগবান্ শ্রীকৃষ্ণ এই পৃথিবীতে একশত পঁয়ত্রিশবর্ষ পর্যন্ত বাস করে অন্তে গোলোকধামে চলে যান।।৮০-৮১।।

চতুর্থে চরনান্তে চ হরেজন্ম স্মৃতং বুধে। হস্তিনাপুরনধ্যস্যাভিম স্তনয়স্তত।।৮২।। রাজ্যমেক সহস্রং চ ততোহভূজ্জলমেজয়। ত্রিসহস্রং কৃতং রাজ্যং শতানীকস্ততোহভবৎ।।৮৩।। পিতুস্তল্যং কৃতং রাজ্যং যজ্ঞদত্তস্তত সুত। রাজ্যং পঞ্চসহস্রং চ নিশ্চক্রস্তনয়োহভবৎ।।৮৪।। সহস্রমকং রাজ্যং তদুষ্টপালস্ততোহভবৎ। পিতৃস্তুল্যং কৃতং রাজ্যং তস্মাচ্চিত্ররথসসুতঃ।।৮৫।। পিতুস্তল্যং কৃতং রাজ্যং ধৃতিমানস্তনয় স্তত। পিতুস্তল্যং কৃতং রাজ্যং সুষেন স্তনয়োহভবৎ।।৮৬।। পিতুস্তল্যয়ং কৃতং রাজ্যং সুনীথস্তনয়োহভবৎ। পিতুস্তল্যং কৃতং রাজ্যং মখপাল সুতোহভবৎ।।৮৭।। পিতুস্তল্যং কৃতং রাজ্যং ন চক্ষুস্তনয়স্তত। পিতুস্তল্যং কৃতং রাজ্যং সুখবস্তস্ততোহভবৎ।।৮৮।। পিতুস্তল্যং কৃতং রাজ্যং তস্মাৎপরিপ্লবসযুত। পিতুস্তল্যং কৃতং রাজ্যং সুনয়স্তৎসুতোহভবৎ।।৮৯।।

বিদ্বানগণ চতুর্থচরণের অন্তে ভগবান্ শ্রীহরির জন্ম বৃত্তান্ত বলেছেন। হস্তিনাপুরের মধ্যে অভিমণ্যুর পুত্র জনমেজয়ের রাজ্যকাল একসহস্ৰ বৰ্ষ পর্যন্ত ছিল। তিনি ত্রিসহস্র রাজ্য নিজে রাজত্ব করেছিলেন। তাঁরপর শতানীক রাজত্ব করেন। তিনি পিতৃতুল্য রাজ্য শাসন করেছিলেন। তাঁর পুত্র যজ্ঞদত্ত পাঁচসহস্র বর্ষ পর্যন্ত রাজত্ব করেন। তারপর নিশ্চক রাজত্ব করেন।।৮২-৮৪।।

পিতুস্তল্যং কৃতং রাজ্যং মেধাবী তৎসুতোহভবৎ। পিতুস্তল্যং কৃতং রাজ্যং তস্মাজ্জাতো কৃপজ্ঞয়।।৯০।। পিতৃস্তুল্যং কৃতং রাজ্যং মৃদুস্তত্তনয়োহভবৎ। পিতুস্তল্যং কৃতং রাজ্যং তিগ্মজ্যোতিস্তু তৎসুত।।৯১। পিতৃস্তুল্যং কৃতং রাজ্যং তস্মাজ্জাতো বৃহদ্রথ। পিতুস্তল্যং কৃতং রাজ্যং বসুদানস্ততোহভবৎ।।৯২।। পিতুস্তল্যং কৃতং রাজ্যং শতানীকস্ততো হভবৎ। পিতুস্তল্যং কৃতং রাজ্যং তস্মাদউদ্যান উচ্যতে।।৯৩।। পিতুস্তল্যং কৃতং রাজ্যং তস্মাজ্জাতো হ্যহীনর। পিতুস্তল।ং কৃতং রাজ্যং নিমিত্রস্তনয়োহভবৎ।।৯৪।। পিতুস্তল্যং কৃতং রাজ্যং ক্ষেমক স্তৎসুতোহভবৎ। রাজ্যং ত্যত্বা স মেধঅবী কলাপগ্রামমাশ্রিতঃ।।৯৫।। স্নেচ্ছেশ্চ মরনং প্রাপ্তো যমলোকম তো গত। নারদস্যোদেশেন প্রদ্যোতস্তয়স্ততঃ।।৯৬।। ম্লেচ্ছযজ্ঞ কৃতস্তেন ম্লেচ্ছা হননমাগতা।।৯৭।।

নিশ্চক একসহস্র বর্ষ পর্যন্ত রাজত্ব করেন। তাঁর পুত্র-পৌত্রাদিগণ হলেন তদুষ্ঠপাল, চিত্ররথ, ধৃতিমান্, সুষেণ, সুনীথ, মখপাল, নচক্ষু এই সকল রাজগণ পিতৃতুল্য রাজ্যসুখ ভোগ করেন। অতঃপর নচক্ষুর পুত্র সুখবন্ত জন্মলাভ করেন। তিনিও পিতৃতুল্য রাজ্যপালন করেন। তাঁর বংশধরগণ হলেন পারিপ্লব, সুনষ, মেধাবী, কৃপঞ্জয়, মৃদু, নিম্নজ্যোতি। এঁরা সকলেই পিতৃতুল্য রাজ্যপালন করেছিলেন।।৮৫-৯১।।

রাজা নিম্নজ্যোতি পরবর্তী রাজগণ হলেন যথাক্রমে বৃহদ্রথ, বসুদান, শতনীক, উদ্যান, অহীনর, নির্মিত্র। এই সকল রাজগণ পিতার নীতি নিয়মানুসারে রাজ্যপালন করেন। রাজা নির্মিত্রের পুত্র ক্ষেমক রাজ্য ত্যাগ করে মেধাবী কলাপ নামক গ্রামে আশ্রয় গ্রহণ করেন এবং ম্লেচ্ছদের হাতে নিহত হন। তাঁর পুত্র প্রদ্যোত দেবর্ষি নারদের উপদেশে ম্লেচ্ছ যজ্ঞ করে ম্লেচ্ছকুল ধ্বংস করেন।।৯২-৯৭।।

Post a comment

Leave a Comment

Your email address will not be published. Required fields are marked *