দেওয়ান ভাবনা (রচিয়তা – অজ্ঞাত)

(অজানা কবির রচনা “দেওয়ান ভাবনা” পালা। দীনেশচন্দ্র সেনের মতে এটি চন্দ্রাবতীর রচনা।)

|| ৩ ||

গাঁথ গাঁথ সুন্দর কন্যালো মালতীর মালা |
ঝইরা পড়ছে সোনার বকুল গো ঐনা গাছের তলা ||
তোমার বিয়ার ঘটক আইছে লো কালুকা বিহানে |
কেমন করে দিব বিয়াগো ভাবে মনে মনে ||
বরমা যে লেখ্যাছে কলমরে কপালে তোমার |
ভাবিয়া চিন্তিয়া মায় দেখে অন্ধকার ||
এইতনা ঘটক ফির্ য়া গেলগো পছন্দ না হয় |
চান্দের সমান কন্যাগো বর যে কালা হয় ||

এই ঘটক ফির্ য়া গেলরে আর ঘটক আইল |
সোনাইর বিয়া দিতে মায়ের গো মন না উঠিল ||
যেমন সুন্দর কইন্যা গো তেমন না আইল বর |
তার মধ্যা থাকব জামাইর বারবাংলার ঘর ||
সোনার কার্ত্তিক অইবো জামাই গো যেমন চান্দের ছটা |
কুলে শীলে বংশে ভালা গো জমিদারের বেটা ||
যতেক সম্বন্ধ আইল গো সোনাইর মায়ে নাই সে বাসে |
এহি মতে আইল ঘটক পরতি মাসে মাসে ||

Post a comment

Leave a Comment

Your email address will not be published. Required fields are marked *