মাহিষ্মতী দেশের ইক্ষাকুবংশীয় রাজা। ওঁর পত্নী ছিলেন দেবনদী নর্মদা। ওঁদের পরমাসুন্দরী কন্যা সুদর্শনাকে অগ্নিদেব ব্রাহ্মণের বেশে এসে বিবাহ করতে চাইলে, দুর্যোধন সন্মত হন না। তাতে ক্রুদ্ধ হয়ে অগ্নিদেব দুর্যোধনের যজ্ঞে প্রজ্বলিত হলেন না (মহাভারতের এক স্থানে বলা হয়েছে যে, অগ্নিদেব মাহিষ্মতীতে অগ্নিকাণ্ড বাধিয়েছিলেন)। দুর্যোধন যখন জানতে পারলেন যে, সেই ব্রাহ্মণই ছিলেন অগ্নিদেব এবং কন্যাদান না করায় অগ্নিদেব অসন্তুষ্ট হয়েছেন, তখন তিনি সানন্দে সুদর্শনাকে অগ্নিদেবের হাতে সমর্পণ করলেন।